Photo Credits: ANI

ধর্মপুরী: কৃষি জমিতে (Agricultural land) ঢুকে ফসল (crops) নষ্ট করল (damaged) পাঁচটি বন্য হাতি (wild elephants)। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) ধর্মপুরী (Dharmapuri) এলাকায়। এই ঘটনার পরেই বনবিভাগের (Forest Department) কাছে ফসলের ক্ষতির জন্য ক্ষতিপূরণ (compensation) চেয়ে আবেদন জানিয়েছেন ওই এলাকার কৃষকরা (farmers)।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে স্থানীয় ডিএফও আপ্পালা নাইডু বলেন, "আমরা অবিলম্বে হোগেনাক্কাল (Hogenakkal) এলাকায় আবেদন জমা করার জন্য ব্যবস্থা নেব এবং ক্ষতিপূরণ দেব। যদি কোনও ক্ষেত্রে দেরি হয়, দয়া করে আমার কাছে আবেদন জমা দিন এবং আমি অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করব।" আরও পড়ুন: Priyanka Gandhi In Telangana: তেলাঙ্গানার জনসভা থেকে কেসিআর-এর সরকারকে তোপ, ভিডিয়োতে শুনুন প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য