
The Waqf Amendment Bill 2025: ওয়াকফ বিলের ভোটাভুটিতে সবার নজর ছিল সরকারীভাবে এনডিএ ও ইন্ডিয়া জোটের বাইরের দল বিজু জনতা দল (ইউনাইটেড)-এর দিকে। লোকসভায় সাংসদ না থাকলেও বিজেডি-র সাংসদ আছে। গত বছর এপ্রিলে ওডিশায় বিধানসভা ভোটে নবীন পট্টনায়েক-কে উড়িয়ে ক্ষমতা এসেছে বিজেপি। কার্যত বিজেপি উড়ে যায় বিজেডি। এবার বিজেডিকে ওডিশায় ক্ষমতায় ফিরে আসতে হলে বিজেপি বিরোধী আন্দোলন করতে হবে। এক কথায় বলা যায়, রাজনীতির নিয়ম মেনেই নবীনের প্রধান প্রতিপক্ষ নরেন্দ্র মোদীর দলই। কারণ খাতায় কলমে ওডিশার প্রধান দুই দল বিজেপি ও বিজেডি। তাই বিজেডি সাংসদ সস্মিত পাত্র বিজেপির দিকে থেকে নাকি ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দেন সেটা নিয়ে আগ্রহ ছিল।
ওডিশায় দুই যুযুঘান পক্ষ- বিজেপি বনাম বিজেডি
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওডিশা বিধানসভায় শাসক দল বিজেপি ও প্রধান বিরোধী দল বিজেডি-র মধ্যে জোর লড়াই চলছে। রাজনৈতিক নিয়ম মেনেই বিজেপি ও বিজেডি নেতাদের মধ্যে বাক্যবাণ তুঙ্গে উঠেছে। কিন্তু ওয়াকফ বিলে ভোটাভুটির সময় বিজেপির পথেই হাঁটল নবীন পট্টনায়েকের বিজু জনতা দল। রাজ্যসভায় ভোটাভুটিতে বিজেডি সাংসদ সম্মিত পাত্র ওয়াকফ বিলের পক্ষ ভোট দিলেন। ওডিশায় বিরোধী দল কংগ্রেস এই ইস্যুতে নবীন পট্টনায়েকের দলকে জোর কটাক্ষ করল। ওডিশায় বিজেপি-র বি টিম হল বিজেডে এই কথাটা সংসদে ওয়াকফ বিলের ভোটাভুটিতে পরিষ্কার হয়ে গেল বলে দাবি কংগ্রেসের।
বিজেপির পথে হেঁটেই ওয়াকফ বিলের পক্ষ ভোট বিজেডি-র
He is BJD MP Sasmit Patra .
BJP decimated BJD in Odisha . BJP bought BJD's Rajya sabha MPs but he voted in the support of Waqf bill .
BJD is the main opposition party in Odisha but they are supporting BJP. Shame on these frauds .#WaqfAmendmentBillpic.twitter.com/lDl3E42e3i
— Surbhi (@SurrbhiM) April 4, 2025
ঘর ভাঙল জেডি (ইউ)-য়ের
ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amandment Bill 2025) নিয়ে ঘর ভাঙল এনডিএ-র দল জনতা দল ইউনাইটেডের (JDU)। বিহারে বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে জনতা দল ইউনাইটেড ছাড়লেন দলের দুই প্রভাবশালী নেতা। জনতা দল ইউনাইটেড-এর সংখ্যালঘু সেলের শীর্ষ দুই নেতা মহম্মদ কোয়াসিম আনসারি ও মহম্মদ নওয়াজ মালিক দলের প্রধান নীতীশ কুমার-কে কড়া চিঠি লিখে জানালেন, মুসলিমরা আর জেডি (ইউ)-র ওপর পুরোপুরি আস্থা হারিয়েছে। আগে তারা মনে করত জেডি (ইউ) ধর্ম নিরপক্ষতার রাজনীতিতে বিশ্বাস করে। আর তাই তারা দলে থাকছেন না।