দিল্লি, ৪ এপ্রিল: মার্কিন মুলুকে (US) টর্নেডোর (Tornado) থাবা। ভয়াবহ টর্নেডোর কামড়ে ইতিমধ্যেই ৭ জনের মৃত্যু হয়েছে। আহত ১৩ জন। আরকানসাসে যখন ভয়াবহ টর্নেডো বনবন করে পাক খেতে শুরু করে, সেই সময় স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হয়। কোনওভাবে টর্নেডোর চাপটে যাতে মানুষকে পড়তে না হয়, তার জন্য পদক্ষেপ করে প্রশাসন। তাও মৃত্যু আটকানো যায়নি।
আরকানসাসের (Arkansas) পাশাপাশি মিসৌরি, টেনসিতে এই টর্নেডোর ভয়াবহ রূপ দেখা যাচ্ছে। যার জেরে পরপর ৭ জনের প্রাণ যায়। আরকানসাস, মিসৌরি, টেনসিতে কারও বাড়ি উড়ে যাচ্ছে। কারও ঘরের ছাদ ভেঙে পড়ছে। কারও গাড়ি উড়িয়ে নিয়ে অন্যত্র ফেলে গুঁড়িয়ে দিচ্ছে মারণ টর্নেডো। ফলে মার্কিন মুলুকে দাবানলের পর এবার জোরদার প্রভাব ফেলতে শুরু করেছে ভয়ঙ্কর টর্নেডো।
আরকানসাস, মিসৌরি থেকে একের পর এক ছবি উঠে আসতে শুরু করেছে। যেখানে টর্নেডোর প্রভাবে কার্যত বাড়িঘর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। একের পর এক দুর্ঘটনার ছবি মানুষের মনে ভয় ধরাতে শুরু করেছে।
দেখুন ভয়াবহ টর্নেডোর সেই রূপ...
There is no way this tornado is not a mid level EF-4 or possibly higher tornado. Again, damage reports will tell us for sure, but behavior wise this is as violent as it gets folks. #Tornado Lake City, Arkansas pic.twitter.com/KGljcNTnBz
— Mr ashen (@TheOfficialMrA1) April 3, 2025
এদিকে মিসিসিপি এবং ওহিয়োতে টর্নেডোর সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। টর্নেডোর আগমণে কখনও বৃষ্টি দেখা যায় না। ফলে টর্নেডোর এই ঘূর্ণনের সঙ্গে বৃষ্টির গতিবেগ যত বাড়ছে, তত বিপর্যয় মাত্রা ছাড়া হয়ে উঠতে শুরু করেছে বলে খবর।
বাড়িঘর ভেঙে সব ছারখার...
A multi-day, once-in-a-generation weather event began with a tornado outbreak on Wednesday that led to more than 30 reported tornadoes from Arkansas to Ohio, causing widespread damage.
At least six people have died across three states. https://t.co/8CwSAqalVt pic.twitter.com/xcfL81lM8A
— ABC News (@ABC) April 4, 2025
বেশ কিছু জায়গায় বৃষ্টির প্রকোপ এতটাই বেশি যে হঠাৎ বন্যা শুরু হয়। জলের বেগ যেমন বাড়তে শুরু করে, হাওয়ার ঘূর্ণনও মাত্রা ছাড়া হয়ে ওঠে। ফলে মার্কিন মুুলুকের বেশ কিছু জায়গায় বর্তমানে মানুষ ঘরোতর বিপর্যয়ের মাঝে দিন কাটাতে শুরু করেছেন।