Virgin Atlantic Flight (Photo Credits: X)

লন্ডন থেকে মুম্বইগামী ভার্জিন আটলান্টিক বিমান (Virgin Atlantic Flight) পথ ঘুরিয়ে অবতারণ করল তুরস্কে (Turkey)। গত ২ এপ্রিল, বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের (VS358) বিমানটি। কিন্তু আকাশপথে জরুরি চিকিৎসাজনিত কারণে ঘোরানো হল যাত্রী বোঝাই বিমানের অভিমুখ। শেষমেশ তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে অবতারণ করে মুম্বইগামী ভার্জিন আটলান্টিকের ফ্লাইটটি।

বাচ্চা-বয়স্ক মিলিয়ে বিমানটিতে ২০০-র বেশি যাত্রী ছিলেন। প্রায় ৩০ ঘণ্টার বেশি সময়ে ধরে তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে আকটে পড়েন যাত্রীরা। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, আজ শুক্রবার, ৪ এপ্রিল তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টায় দিয়ারবাকির বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ভার্জিন আটলান্টিক। বিমান সংস্থা এও জানায়, এই দীর্ঘ সময়ে তুরস্কে রাত কাটানোর জন্যে যাত্রীদের হোটেলে থাকার এবং প্রয়োজনীয় খাবারের সরবরাহ করা হয়েছে।

ঘুরল লন্ডন থেকে মুম্বইগামী ভার্জিন আটলান্টিক বিমানের অভিমুখঃ

ভার্জিন আটলান্টিকের তরফে যাত্রীদের সমস্তরকম সহযোগিতা করার আশ্বাস দেওয়ার কথা বলা হলেও তুরস্কের বিমানবন্দর থেকে অন্য চিত্রই উঠে আসছে সমাজমাধ্যমে। ক্ষুব্ধযাত্রীদের অভিযোগ, সব মিলিয়ে তাঁরা আড়াইশোর বেশি আটকে রয়েছেন তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে। সঙ্গে শিশু এবং বয়স্করাও রয়েছেন। বিমান সংস্থার তরফে তাঁদের না দেওয়া হয়েছে কোনরকম খাবার, না করা হয়েছে শোয়ার ব্যবস্থা। ব্যাগপত্র নিয়ে বিমানবন্দরের এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে বসে এই দীর্ঘ সময়টা কাটাতে হয়েছে তাঁদের। দিয়ারবাকির বিমানবন্দর থেকে যাত্রী দুর্ভোগের চিত্র উঠে উঠেছে।

তুরস্কের বিমানবন্দরে যাত্রী দুর্ভোগঃ