Harry Brook and Ben Stokes (Photo Credit: England Cricket/ X)

England Cricket: সাদা বলের ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল (England National Cricket Team)। দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুসারে, হ্যারি ব্রুক (Harry Brook) টি-টোয়েন্টি ফর্ম্যাটে দলের নেতৃত্ব দিতে প্রস্তুত। এছাড়া বেন স্টোকস (Ben Stokes) ওয়ানডেতে দলের অধিনায়কত্ব পেতে পারেন বলেও সেখানে জানানো হয়েছে। আসলে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025)-এর পরে জস বাটলার (Jos Buttler) দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পরে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল অধিনায়কের সন্ধানে এসেছিল। টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর পদত্যাগ করেন এই কিপার-ব্যাটার। এরপর থেকে ইসিবি সম্ভাব্য প্রার্থীর খোঁজে ছিল গোটা এক মাস। তবে সহ-অধিনায়ক হ্যারি ব্রুক এই তালিকায় সবচেয়ে এগিয়ে ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) জন্য হ্যারি এবং দলকে প্রস্তুত করতে এখন থেকেই তাঁকে টি-টোয়েন্টির দিতে চায় বলে সেই রিপোর্টে জানানো হয়েছে। England ODI Captain: সরেছেন জস বাটলার, ইংল্যান্ডের আগামী দিনের অধিনায়ক হতে পারেন যারা

ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্বে হ্যারি ব্রুক, বেন স্টোকস

কে হবেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক?

রিপোর্টে দাবি করা হয়েছে যে বেন স্টোকস এবং হ্যারি ব্রুক দুজনেই ওয়ানডেতে দলের দায়িত্ব নিতে রাজি। তাই ৫০ ওভারের ক্রিকেটে এখনও নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত না করায় এ নিয়ে চিন্তায় রয়েছে ইংল্যান্ড ক্রিকেট। হ্যারি ব্রুক যদি ওয়ানডে অধিনায়কত্ব পান, তাহলে তিন ফরম্যাটেই তার ওপর বিশাল ওয়ার্কলোড ও দায়িত্ব থাকবে। বেন স্টোকসের জন্য, ইসিবি তার ফিটনেস নিয়ে চিন্তিত। কারণ, তিনি বর্তমানে অল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার গুরুতর হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠছেন। পাশাপাশি সাদা বলের তার সাম্প্রতিক অভিজ্ঞতার অভাবের কথাও মাথায় থাকবে তাদের।

বেন স্টোকস শেষবার ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে খেলেছিলেন আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ। এরপর তিনি টেস্টে মন দেন। ইংল্যান্ড তার অধিনায়কত্বে ১৯ টি টেস্ট জিতেছে, ১১টি হেরেছে এবং এখনও পর্যন্ত মাত্র একটি ড্র করেছে। ইংল্যান্ডের পরবর্তী সাদা বলের ম্যাচ জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। থ্রি লায়ন্সরা ম্যান ইন মেরুনের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে। ইংল্যান্ড ক্রিকেটের ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় রয়েছে। বেন স্টোকসের ফিটনেস নিঃসন্দেহে ৫০ ওভারের ফরম্যাটে তাকে অধিনায়কত্ব পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত বছর জস বাটলার চোট পেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন হ্যারি ব্রুক। যদিও তার দল সিরিজটি হেরে যায়, তবুও তাঁকে অধিনায়ক হিসাবে স্টোকসের দীর্ঘমেয়াদী উত্তরসূরি হিসাবে দেখে ইংল্যান্ড। যেই এই ভূমিকা নেবে তার উপর দায়িত্ব থাকবে প্রচুর। কারণ ইংল্যান্ড গত বছর থেকে সাদা বলের ক্রিকেটে বড় সময় ধরে লড়াই করছে। তারা আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) একটিও ম্যাচ জিততে ব্যর্থ হয়। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) সেমিফাইনালেও ভারতের কাছে পরাজিত হয় তারা।