PM Narendra Modi (Photo Credit: X@PBSHABD)

নয়াদিল্লি: সংসদে বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill 2025) পাস হয়েছে। গুরুত্বপূর্ণ বিলটি পাস করার জন্য এদিন রাত প্রায় ২টা পর্যন্ত সংসদে সভা চলে। বিলটির পক্ষে ২৮৮টি এবং বিপক্ষে ২৩২টি ভোট পড়ে। শাসক দলের সাংসদরা বিলটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংস্কারমূলক পদক্ষেপ বলে দাবি করেন। বিলটির উপর ভোটাভুটির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী লোকসভায় উপস্থিত ছিলেন না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে (BIMSTEC Summit) বৃহস্পতিবার ব্যাংককে (Bangkok) পৌঁছন। আজ অর্থাৎ ৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। আরও পড়ুন: CM Mamata Banerjee: দুর্নীতিগ্রস্থ বিচারপতিকে বদলি করা হল, তাহলে শিক্ষকদের ক্ষেত্রে কেন কেড়ে নেওয়া হল চাকরি? প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সংসদে পাশ হয়ে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে নরেন্দ্র মোদী থাইল্যান্ড থেকে এক্স হ্যান্ডলে লিখছেন, ‘সংসদের উভয় কক্ষে ওয়াকফ (সংশোধনী) বিল এবং মুসলিম ওয়াকফ (বাতিল) বিল পাস হওয়া আমাদের আর্থ-সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সম্মিলিত প্রচেষ্টায় এক যুগান্তকারী মুহূর্ত। এটি বিশেষ করে তাঁদের সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে প্রান্তিকে রয়ে গেছেন, যার ফলে তাঁদের মতামত প্রকাশ এবং সুযোগ উভয়ই বঞ্চিত রয়েছে।’

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে নরেন্দ্র মোদীর এক্স পোস্ট