আসছে দীপাবলিতে (Diwali) রাজধানী দিল্লি সহ ২৩ টি রাজ্যে বাজি নিষিদ্ধ। করোনা পরিস্থিতি এবং বায়ুদূষণের কারণে এই কড়া সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (NGT)। সোমবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত গোটা দেশে নিষিদ্ধ বাজি। করোনা পরিস্থিতি আবহাওয়ার কথা ভোবেই এই কড়া ব্যবস্থা বলে জানা যাচ্ছে।
বাজি পোড়ানোর গাইড লাইন অনুযায়ী, দীপাবলির দিন সন্ধে ২ ঘণ্টা (৮ টা থেকে রাত ১০টা), বড়দিন ও নিউ ইয়ারে ৩৫ মিনিট (১১.৫৫ থেকে ১২.৩০ পর্যন্ত) বাজি পোড়ানো যাবে। ছট পুজোতে সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৮ পর্যন্ত মিলবে বাজি পোড়ানোর অনুমতি। তাও আবার কেবলমাত্র ইকো-ফ্রেন্ডলি বাজি পোড়ানো যাবে ওই নির্দিষ্ট সময়ে। তবে বাজি পোড়ানোর সময় ও দিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্যগুলি। আরও পড়ুন, সৌমিত্রর শারীরিক অবস্থা একই রকম, রবিবার হল ডায়ালিসিস
হরিয়ানা সরকার জানিয়েছে, রাত ৮টা থেকে ১০টা দীপাবলি ও গুরুপরবের সময় বাজি পোড়ানো যাবে। বড়দিন ও নববর্ষে রাত ১১টা ৫৫ থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে হরিয়ানা সরকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, ‘সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হল এবছরের জন্য। রাজ্যের সর্বত্র বাজি নিষিদ্ধ। কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় বন্ধ বাজি। বিক্রিও করা যাবে না।" করোনা পরিস্থিতির কারণে বাজি বিক্রি নিষিদ্ধ করে রাজস্থান সরকারও।