নয়াদিল্লি, ১৫ এপ্রিল: হটস্পট (Hotspot Zone) এলাকায় কড়া নজরদারি। জরুরি পরিষেবা কিংবা স্বাস্থ্যক্ষেত্রে যুক্তদেরই এলাকা থেকে বেরোনোর অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া অন্য কোনওরকম গতিবিধির উপর কড়া নজর রাখা হবে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) তরফে প্রকাশিত নতুন নির্দেশিকায় উল্লেখ রয়েছে এই নিয়ম।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ রয়েছে, 'হটস্পট অন্তর্ভুক্ত এলাকা ছেড়ে যদি কেউ বাইরে যান, তাহলে কোথায়, কখন তাঁরা যাচ্ছেন, সেই সংক্রান্ত সমস্ত তথ্য নথিভুক্ত করতে হবে। শুধুমাত্র জরুরি পরিষেবা এবং চিকিৎসা খাতে রয়েছে ছাড়।' হটস্পট এলাকার সীমানা নির্ধারিত করবে রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল বা নির্দিষ্ট জেলা। আরও পড়ুন: Kolkata: রাজ্যের চটকলগুলিতে উৎপাদন শুরু করা হোক, রাজ্যকে চিঠি বস্ত্র মন্ত্রকের
করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য হটস্পট এলাকার তালিকা পেশ করেছে। বুধবারই দ্বিতীয় লকডাউনের নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। হটস্পট এলাকার বাইরে থাকা এলাকাগুলিতে এই নয়া নির্দেশিকা লাগু হবে ২০ এপ্রিলের পর।