Delhi Pollution (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২৬ অক্টোবরঃ রাজধানী দিল্লির বাতাসে দূষণের (Delhi Air Pollution) মাত্রা যে হারে বাড়ছে আগামী দিনে তা আরও বিপজ্জনক চেহারা নিতে চলেছে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। অক্টোবরের শুরু থেকেই দিল্লির আকাশে বাতাসের গুণগত মান 'খুব খারাপ'এর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের পাশাপাশি দিল্লিতে যমুনা নদীর দূষণও (Yamuna River) অব্যাহত। যমুনায় ভেসে বেরাতে দেখা যাচ্ছে সাদা বিষাক্ত ফেনা।

যত দিন যাচ্ছে বাড়ছে দূষণের মাত্রা। আরও ঘন হচ্ছে নদীর উপরের ফেনার স্তর। দিল্লির আপ সরকারের তরফে দূষণ রোধে বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ঠিকই কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি উন্নত করা যায়নি এখনও। শনিবার ২৬ অক্টোবর সকাল থেকে রাজধানী ঢেকেছিল দূষণের ধোঁয়ায়। বাতাসের গুণগত মান 'খুব খারাপ' থেকে একটু উন্নত হয়ে 'খারাপ'এর পর্যায়ে দাঁড়িয়েছে। তবে যমুনা দূষণ এখনও আগের পর্যায়ে রয়েছে। বরং বেড়েছে বলা যায়। নদীর উপরে ভেসে বেরানো বিষাক্ত সাদা ফেনার স্তর আরও মোটা হয়েছে।

যমুনায় ভাসছে বিষাক্ত সাদা ফেনার মোটা স্তর... 

দূষণের ধোঁয়ায় ঢেকেছে দিল্লি... 

তবে রাজধানী দিল্লির দূষণের (Delhi Air Pollution) মাত্রা বৃদ্ধির জন্যে অনেকাংশে পড়শি রাজ্যগুলোকে দায়ী করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার শীর্ষ আদালতে দিল্লির দূষণ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে কেন্দ্র। আদালতের পর্যবেক্ষণ, দিল্লির বাতাসের গুনগত মান খারাপ হওয়ার অন্যতম কারণ, পড়শি রাজ্যগুলোতে শস্যের গোড়া পড়ানো। এই মর্মে দিল্লির দুই প্রতিবেশী রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত।