
নয়াদিল্লিঃ সম্প্রতি দেশজুড়ে চর্চায় মিরাটের সৌরভ রাজপুত হত্যাকাণ্ড (Saurabh Rajput Murder Case)। প্রেমিকের (Boyfriend) সঙ্গে মিলে স্বামীকে (Husband)খুন (Murder)করে দেহ ১৫ টুকরো করে ড্রামে ভয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীয়ের বিরুদ্ধে। আর এই ঘটনার পর থেকেই নীল ড্রাম নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। আর এবার রাজনীতির আঙিনায় 'নীল ড্রাম।' লখনউতে লান্টরানি হাস্য উৎসবে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠককে একটি নীল ড্রাম উপহার দিলেন সমাজবাদী পার্টির মুখপাত্র দীপক রঞ্জন। উপ মুখ্যমন্ত্রীকে নীল ড্রাম উপহার দেওয়ার মাধ্যমেই উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে কটাক্ষ করেন সমাজবাদী পার্টি নেতা।
আরও পড়ুনঃ 'সৌরভ রাজপুতের মতো খুন করে ড্রামে ভরে দেবো' স্বামীকে হুমকি স্ত্রীয়ের
রাজনীতির ময়দানে মিরাট হত্যাকাণ্ড, ব্রজেশ পাঠকে নীল ড্রাম উপহার নেতার
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ছবি। ভাইরাল ছবিতে, উপমুখ্যমন্ত্রীকে হাসি মুখে নীল ড্রামটিকে উপহার হিসেবে গ্রহণ করতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, মিরাট কাণ্ডের পরই যোগীরাজ্যে নীল ড্রামকে ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক। মিরাটে কমে গিয়েছে নীল ড্রাম বিক্রি। এমনকী নীল ড্রাম কিনতে গেলে আধার কার্ড লাগছে কোনও কোনও দোকানে, এমনটাই সূত্রের খবর। এহেন পরিস্থিতিতে মন্দার মুখে ড্রাম ব্যবসা। সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতাদেরও। অন্যদিকে, বর্তমানে জেল হেফাজতেই রয়েছে মিরাট কাণ্ডের মূল দুই অভিযুক্ত মুসকান রাস্তোগি ও সাহিল শুল্কা। জেল হেফাজতেই চলছে নেশা মুক্তির চিকিৎসা। পাশাপাশি এগোচ্ছে তদন্ত।
রাজনীতির আঙিনায় মিরাট কাণ্ড, উপমুখমন্ত্রীকে 'নীল ড্রাম' উপহার সমাজবাদী পার্টি নেতার
Uttar Pradesh Deputy CM Brajesh Pathak was gifted a blue drum at a comedy festival in Lucknow, sparking a stir on social media.
#BrajeshPathak #MO pic.twitter.com/0kbdBlXTV1
— IndiaToday (@IndiaToday) April 3, 2025