
নয়াদিল্লিঃ দেশজুড়ে চর্চায় মিরাটের সৌরভ রাজপুত হত্যাকাণ্ড। প্রেমিকের সঙ্গে মিলে স্বামিকে খুন করে দেহ ১৫ টুকরো করে দেহ ড্রামে ভরে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যেই খুনের দায়ে ধৃত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। চলছে তদন্ত। আর তদন্তের মোড় যত ঘুরছে উঠে আসছে একের পর এক তথ্য। আর এই আবহে উত্তরপ্রদেশে এবার স্বামীকে টুকরো করে ড্রামে ভরে দেওয়ার হুমকি দিলেন স্ত্রী। ইতিমধ্যেই স্ত্রীয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্ত্রী।
স্বামীকে খুনের হুমকি স্ত্রীয়ের, পুলিশের দ্বারস্থ স্বামী
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মিরাটের ল্লি-দেহরাদূন হাইওয়ের ধারে কঙ্করখেড়া থানা এলাকায়। মীর মদ খাওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। ওই যুবক পেশায় শ্রমিক। পাঁচ বছরের বিবাহিত জীবন। এদিন মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরেন তিনি। এই নিয়ে স্ত্রীয়ের সঙ্গে তুমুল অশান্তি শুরু হয়। অভিযোগ, বচসা চরমে পৌঁছলে স্বামীর মাথায় ইট দিয়ে আঘাত করেন স্ত্রী। এরপর তাঁকে খুন করে দেহ টুকরো করে ড্রামে ভরে দেওয়ার হুমকি দেন স্ত্রী। আতঙ্কে পুলিশের দ্বারস্থ হন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, পরে স্বামী-স্ত্রীর মধ্যে থানায় সমঝোতা হয়ে যায।
'সৌরভ রাজপুতের মতো খুন করে ড্রামে ভরে দেবো' স্বামীকে হুমকি স্ত্রীয়ের
UP Woman Threatens To Kill Husband Akin To Meerut Murder Casehttps://t.co/ZMY7AgfnbO pic.twitter.com/Sno097TtmE
— NDTV (@ndtv) March 31, 2025