বুধবার মধ্যরাতে লোকসভায় পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill 2025)। এই বিল নিয়ে প্রথম থেকেই বিরোধীতা করছিল কংগ্রেস সিপিএম, তৃণমূল কংগ্রেস সহ গোটা ইন্ডিয়া জোট। তবে তার মধ্যেও তড়িঘড়ি লোকসভায় এই বিল পাশ করিয়ে নিয়েছে এনডিএ। আজ রাজ্যসভায় বিলটি পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। এরমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে এই বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। বৃহস্পতিবার এই নিয়ে কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

ওয়াকফ বিলের প্রতিবাদে কংগ্রেসের মিছিল

এই নিয়ে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আগেই বলেছিলেন, বৃহস্পতি ও শুক্রবার দুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে রাস্তায় নামবেন নেতনেত্রী ও কর্মী-সমর্থকেরা। তাঁর মতে, এই বিল সম্পূর্ণরূপে মুসলিম বিরোধী এবং সাধারণ নাগরিকদের সমস্যায় ফেলার জন্য এই বিল আনা হয়েছে।

দেখুন ভিডিয়ো

মধ্যরাতে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয় লোকসভায়

প্রসঙ্গত, গতকাল মধ্যরাতে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এই বিল পেশ করেন। মোট ৫২০টি ভোট পড়েছিল। যার মধ্যে ২৮৮টি ভোট পড়েছিল বিলের সপক্ষে এবং ২৩২টি ছিল বিপক্ষে। এই বিল পাশ হওয়াকে এনডিএ-এর নৈতিক জয় বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।