
দিল্লি, ৩ এপ্রিল: স্ত্রীর (Wife) জন্য প্রাণপাত। স্ত্রীকে বিবাহ বার্ষিকীর উপহার দিতে কার্যত বড়সড় অপরাধ করে বসল স্বামী (Husband)। শুনত অবাক লাগলেও এবার এমনই একটি ঘটনার সাক্ষী দিল্লি (Delhi)। রাজধানী শহরের এক বাসিন্দা বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে উপহার দিতে ৮ লক্ষ টাকা চুরি করে বসে। বছর ৩৪-এর ওই ব্যক্তিকে পুলিশ (Police) গ্রেফতার করে। ধৃতের নাম মনোজ কুমার। তবে মনোজ কুমারের সঙ্গে অশোক কুমার নামে আরও এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
রিপোর্টে প্রকাশ, অশোকের সাহায্য নিয়ে মনোজ কুমার দ্বারকার একটি দোকানে ঢুকে পড়ে চুরি করতে। গত ২১ মার্চ দ্বারকার ওই দোকানে চুরির উদ্দেশে ঢোকে ২ জন। তবে দোকানের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকায় মনোজ এবং অশোক কুমারকে ধরতে পুলিশের বেশি বেগ পেতে হয়নি। ঘটনার ৭ দিন পর গুরগাঁও এবং বাহাদুরগড় থেকে পুলিশ মনোজ কুমার এবং অশোক কুমারকে হাতেনাতে গ্রেফতার করে।
আরও পড়ুন: Bhopal: হেলমেটে মুখ ঢেকে মহিলাদের অন্তর্বাস চুরি! প্যান্টি চোরের ভয়ে কাঁটা ভোপাল
পুলিশি জেরায় মনোজ কুমার স্বীকার করেছে, বর্তমানে তার আর্থিক টানাটানি চলছে। তবে আর্থিক টানাটানির মধ্যেও বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে দামি উপহার দিতেই সে ওই দোকানে চুরি করতে ঢোকে। অশোক কুমারকে জেরার ফলেও এই একই তথ্য প্রকাশ্যে উঠে এসেছে। জেরার পর পুলিশ মনোজ কুমার এবং অশোক কুমার যে গাড়ি ব্যবহার করেছিল চুরির জন্য, তা বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে টাকা পয়সাও উদ্ধার করা হয়েছে। মনোজ এবং অসোকের কাছ থেকে মোবাইল ফোনও পুলিশ বাজেয়াপ্ত করে বলে খবর।
তবে এই প্রথম নয়। এর আগেও মনোজ কুমার এবং অশোক কুমারের বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধের মামলা দায়ের করা হয়েছে। ফলে অপরাধ প্রবণতা থেকেই ওই ২ জন চুরি করতে ঢোকে এবং লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ।