Dabur (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ১৪ মে: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অন্য সবরে সঙ্গে চবনপ্রাশ (Chyawanprash) খাওয়ার পরামর্শ দিয়েছে আয়ুষ মন্ত্রক। যদিও আদৌ চবনপ্রাশ করোনাভাইরাসের (COVID-19) বিরুদ্ধে প্রতিরোধ (Immunity) ক্ষমতা বাড়িতে তুলতে পারে কি? তা জানতে এবার ক্লিনিক্যাল ট্রায়াল (Clinical Trials) শুরু করছে ভারতের বৃহত্তম আয়ুর্বেদিক পণ্য সংস্থা ডাবর ইন্ডিয়া (Dabur India)। তাদের অন্যতম মূল প্রোডাক্ট চবনপ্রাস। জানা যাচ্ছে, এই ট্রায়াল ৬-৮ মাস ধরে দেশের পাঁচটি জায়গায় হবে। দেখা হবে চবনপ্রাশ মারাত্মক শ্বাস প্রশ্বাসজনিত রোগ প্রতিরোধ করতে পারে কি না বা এর তীব্রতা হ্রাস করতে পারে কি না।

এই ক্লিনিক্যান ট্রায়ালের পরীক্ষার জন্য পাঁচটি আয়ুর্বেদিক হাসপাতাল বেছে নেওয়া হয়েছে। জয়পুরের জাতীয় আয়ুর্বেদ হাসপাতাল, বরোদার পারুল আয়ুর্বেদ হাসপাতাল, পুনের সুমতিবাই শাহ আয়ুর্বেদ মহাবিদ্যালয়ের অনুমোদন চলে এসেছে। এখনও দুটি হাসপাতালের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: AYUSH Ministry Guidelines For Enhancing Immunity: করোনাভাইরাস সংক্রমণ রুখতে নিজের ও পরিবারের শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিল AYUSH

ডাবর ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার মোহিত মালহোত্রা এক বিবৃতিতে জানিয়েছেন, “দেশের সর্বাধিক বিজ্ঞান-ভিত্তিক আয়ুর্বেদ সংস্থা হিসাবে করোনা প্রতিরোধে চবনপ্রাশের কার্যকরী সুবিধা শনাক্ত করতে অধ্যয়ন শুরু করেছেন। এটি কেবল চবনপ্রাশের প্রতিরোধমূলক দিকগুলিই মূল্যায়ন করবে না, সংক্রমণের তীব্রতা হ্রাস করার ক্ষেত্রে এর প্রভাবও মূল্যায়ন করবে।"

ট্রায়ালের প্রোটোকল অনুসারে, ৫-৭০ বছর বয়সের ৬০০ জন স্বাস্থ্যকর মানুষকে নির্বাচন করা হবে । এরপর দুটি দলে ভাগ করা হবে। একটি দলকে প্রতিদিন এক কাপ দুধ দেওয়া হবে, অন্য দলটিকে প্রাপ্তবয়স্ক বা শিশুর ওপর ভিত্তি করে প্রতিদিন দু'বার এক বা আধ চা চামচ চবনপ্রাশ দেওয়া হবে, তারপরে এক গ্লাস দুধ দেওয়া হবে। এরপর দুটি দলের প্রত্যেককে তিন মাসের মধ্যে প্রতি ১৫ দিন অন্তর পর্যবেক্ষণ করা হবে।