COVID-19 Situation in Delhi: মাত্রাছাড়া করোনা সংক্রমণ দিল্লিতে, ৭ দিনেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস কেজরিওয়ালের
Arvind Kejriwal (Photo Credits: ANI)

নয়াদিল্লি, ১৩ নভেম্বর: করোনা সংক্রমণের পারদ ক্রমশ চরছে রাজধানীতে। ইতিমধ্যেই দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসক মহল। এহেন পরিস্থিতিতে দিল্লিবাসীকে আস্বস্ত করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে দিল্লির পরিস্থিতি আয়ত্তে আসবে। শুক্রবার তিনি একটি প্রেস কনফারেন্স করেন। সেখানে কেজরিওয়াল বলেন, "কোভিড-১৯ ব্যপক সংক্রমণের কারণ দিল্লির দূষণ। এই পরিস্থিতিতে দূষণ নিয়ন্ত্রণে আনতে সমস্তরকম পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার। কেন্দ্রের এয়ার কোয়ালিটি কমিশনের কাছে দিল্লি সরকার একটি রিপোর্ট পেশ করবে দূষণ সম্পর্কিত।" দিল্লি সংলগ্ন রাজ্যগুলিকেতে পুসা বাইডিকম্পোজার প্রয়োগের বিষয়টি নিয়েও এদিন উল্লেখ করেন কেজরিওয়াল।

২০ অক্টোবর পর্যন্ত দিল্লিতে কোভিড-১৯ সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু আচমকাই দূষণ বেড়ে যাওয়ার জন্য সমস্যার সূত্রপাত হয়। চাষের পর জমিতে পড়ে থাকা অবশিষ্ট খড়কুটো পুড়িয়ে দেওয়া হয় জমি উর্বর করার জন্য। বিশেষত উত্তর এবং উত্তর-পূর্ব ভারতে লক্ষ্য করা যায় এই বিষয়টি। গত বৃহস্পতিবার দিল্লিতে নতুন করে ৭,০৫৩ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। সবমিলিয়ে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৬৭ হাজার। নতুন করে ১০৪ জনের মৃত্যুর খবর মিলেছে ফলে মৃতের সংখ্যাও একধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৭,৩৩২।

অরবিন্দ কেজরিওয়ালের সাংবাদিক বৈঠক-