KKR vs LSG, IPL 2025: আজিঙ্কা রাহানে বনাম ঋষভ পন্থ। একটু পরেই, মুখোমুখি শাহরুখ খানের নাইট রাইডার্স ও সঞ্জীব গোয়েঙ্কার সুপার জায়েন্টস। এবার লখনৌয়ের সবচেয়ে বড় আকর্ষণ নিলামে সাড়ে ২৭ কোটি টাকার ঋষভ পন্থ। কিন্তু দিল্লি থেকে লখনৌয়ে এসে এখনও একেবারেই চলছেন না পন্থ। ব্যাটে রানা নেই। উইকেটের পিছনে মিস করছেন। তবে ইডেনে রাহানের বিরুদ্ধে ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পন্থ। অন্যদিকে, চলতি আইপিএলে চারটি খেলে দুটিতে জেতা আজিঙ্কা রাহানের কলকাতার সবচেয়ে বড় সমস্যা হল ধারাবাহিকতা।
চলতি আইপএলে রাহানে-দের একটা ম্যাচে দেখলে মনে হচ্ছে খারাপ দল, আবার পরের ম্যাচেই এক ভাল খেলছেন মনে হচ্ছে এই দলটাই গতবার আইপিএল জিতেছিল। ইডেনে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৭ উইকেটের জঘন্য হার দিয়ে এবারের আইপিএল শুরু করে, অসমে দুরন্ত খেলে রাজস্থানকে ৮ উইকেটে হারান রাহানে-রা। তবে তারপরই ওয়াংখেড়েতে একেবারে খারাপ খেলে মুম্বইয়ের কাছে ৮ উইকেটে হারে শাহরুখ খানের দল। তবে গত বুধবার গুয়াহাটিতে সান রাইডার্সের বিরুদ্ধে নিখুঁত ক্রিকেট খেলে ৮০ রানের বিরাট জয়ে আত্মবিশ্বাস ফিরেছে রাহানেদের। এবার আর জয়-পরাজয়ের নাগরদোলায় উঠে জেতার অভ্য়াস থেকে দূরে থাকতে চাইছে না রাহানেরা। অনেকটা কলকাতার মতই লখনৌও ধারাবাহিকতার অভাবে ভুগছে।
শহরে আজ নাইটদের ম্যাচ
Amader sohor, amader team! 💜 pic.twitter.com/5N3fgr7yEn
— KolkataKnightRiders (@KKRiders) April 8, 2025
লিগ তালিকায় কে কোথায়-
৫) কলকাতা: চার ম্যাচে ৪ পয়েন্ট। (নেট রান রেট: +০.০৭০)
৬) লখনৌ: চার ম্যাচে ৪ পয়েন্ট। (নেট রান রেট: +০.০৪৮)
কেমন পিচ হতে পারে
আদর্শ ব্যাটিং পিচ। ইনিংসে ২০০ প্লাস স্কোরের সম্ভাবনা থাকছে। তবে স্পিনারদের জন্য পিচে সাহায্য থাকতে পারে।
মুখরোচক দ্বৈরথ:
সুনীল নারিন (কলকাতা) বনাম নিকোলাস পুরান (লখনৌ), ঋষভ পন্থ (লখনৌ) বনাম আজিঙ্কা রাহানে (কলকাতা), ক্যুইন্টন ডি কক (কলকাতা) বনাম ডেভিড মিলার (লখনৌ), বৈভব আরোরা (কলকাতা) বনাম আাকশদীপ (লখনৌ, বরুণ চক্রবর্তী (কলকাতা) বনাম রবি বিষ্ণোই (লখনৌ ।
তুরুপের তাস-
কলকাতা-কুইন্টন ডি কক, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী।
লখনৌ- নিকোলাস পুরান, ডেভিড মিলার, শার্দুল ঠাকুর
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ--
কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রঘুবংশী অঙ্গকৃশ, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, স্পেনার্স জনসন, বৈভব আরোরা।
(সম্ভাব্য ইমপ্যাক্ট সাব- মণীশ পান্ডে/ হর্ষিত রানা/ অনুকুল রায়)
লখনৌ সুপার জায়েন্টেসের সম্ভাব্য একাদশ-
মিচেল মার্শ, আইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দুল ঠাকুর, আকাশদীপ, আবেশ খান, দিগবেশ সিং।
(সম্ভাব্য ইমপ্যাক্ট সিং-রবি বিষ্ণোই। )
দুই দলের পরিসংখ্যান-
মোট ম্যাচ: ৫
লখনৌ জয়ী: ৩
কলকাতা জয়ী: ২
২০২৪ আইপিলে দুই দলের ম্যাচে দুটিতেই জিতেছিল কলকাতা
২০২৩ আইপিএলে দুই দলের ম্যাচে ১ রানে জিতেছিল লখনৌ
২০২২ আইপিলে দুই দলের ম্যাচে দুটিতেই জিতেছিল লখনৌ