Bangladeshi Detained (Photo Credit: ANI/X)

দিল্লি, ৮ এপ্রিল:  পরপর ৫ বাংলাদেশিকে (Bangladesh) আটক করল পুলিশ। দিল্লি পুলিশের (Delhi Police) তরফে  একবারে  ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়। ধৃত বাংলাদেশিদের কাছ থেকে ৫টি মোলাইল ফোন আটক করা হয়েছে। যে মোবাইলগুলিতে নিষিদ্ধ আইএমও অ্যাপ ছিল বলে খবর। পাশাপাশি আটক করা ওই মোবাইল ফোনগুলির মাধ্যমেই তাঁরা বাংলাদেশে নিজেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন বলে জানতে পারে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত শেখ হাসিনা (Sheikh Hasina) প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর বাংলাদেশে কার্যত অচলাবস্থা তৈরি হয়। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা রূপে নোবেল জয়ী মহম্মদ ইউনুস বাংলাদেশের দায়িত্ব নিলেও সে দেশে এখনও পর্যস্ত সবদিক থেকে সুস্থিতি ফেরেনি। সীমান্তে গন্ডগোল থেকে শুরু করে সংখ্যালঘুদের উপর অত্যাচার, বাংলাদেশের একের পর এক কীর্তি সামনে আসতে শুরু করেছে। যার জেরে ভারত, বাংলাদেশ সীমান্ত কড়া নজরদারি জারি করা হয়েছে। সীমান্ত পার করে যাতে কেউ ভারতে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে কড়া সতর্কতা জারি করা হয়। তারপরও কীভাবে বাংলাদেশ সীমান্ত পার করে অনুপ্রবেশ চলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

দেখুন বাংলাদেশি আটকের সেই ভিডিয়ো...

 

আরও পড়ুন: Bangladeshis Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশকারী ৭ জন বাংলাদেশি গ্রেফতার

প্রসঙ্গত সইফ আলি খানের (Saif Ali Khan) মুম্বইয়ের (Mumbai) বাড়িতে হামলায় সম্প্রতি নাম জড়ায় এক বাংলাদেশির। সইফ-করিনার বাড়িতে হামলা চালিয়ে অভিনেতাকে ছুরির আঘাতে বিদ্ধ করে এক যুবক। পরে মুম্বই পুলিশের তরফে তাকে গ্রেফতার করা হলেও, ওই যুবক কীভাবে ভারতে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন ওঠে।

যার কোনও সদুত্তর এখনও পর্যন্ত মেলেনি। ফলে বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে ভারতের তরফে আরও কড়া নজরদারি শুরু করা হয়েছে।