
দিল্লি, ১৯ মে: ভারত (India) থেকে ক্রমাগত বেআইনিবাবে বসবাস করা বাংলাদেশিদের (Bangladesh) ফেরৎ পাঠানো হচ্ছে। বাংলাদেশিরা যাতে কোনওভাবে ভারতে অবৈধভাবে বসবাস করতে না পারে, তার জন্য একের পর এক পদক্ষেপ করা হয় দিল্লির তরফে। ভারত যখন অবৈধ বাংলাদেশিদের ফেরৎ পাঠানোর চেষ্টা করছে, সেই সময় ঢাকার তরফে পালটা মন্তব্য করা হল। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের প্রাক্তন উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, তাঁদের দেশে যে ভারতীয়রা অবৈধভাবে বসবাস করছেন, তাঁদের প্রকৃত কূটনৈতিক রীতির মাধ্যমে ফেরৎ পাঠানো হবে।
বাংলাদেশের সাতক্ষীরায় বর্ডার আউটপোস্ট উদ্বোধনের সময় ওই মন্তব্য করেন মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, বাংলাদেশ কখনও ভারতের সঙ্গে বিবাদ চায় না। উলটে যথোপযুক্ত উপায়ের মাধ্যমে যাতে ভারতের সঙ্গে সমস্ত সমস্যার অবসান করা যায় কূটনৈতিক পদ্ধতিতে, সেই চেষ্টা করছে। কূটনৈতিক উপায়েই বাংলাদেশ সমস্ত ধরনের সমস্যার অবসান করতে চায় বলে জানান তিনি।
অবসরপ্রাপ্ত ওই উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক যে নিয়মকানুন রয়েছে, বাংলাদেশ সব সময় তা মেনে চলে। তাই নির্দিষ্ট নিয়মনীতি ব্যাতীত বাংলাদেশ কখনও কোনও কাজ করে না বলে জানান তিনি। পাশাপাশি ভারতে বসবাসকারী তাঁদের দেশের যে সমস্ত লোকজন রয়েছেন, তাঁরা যাতে আইনি পথ অবলম্বন করেই ফেরেন, সে বিষয়েও আশা প্রকাশ করেন তিনি।