
Jannat Toha New Home Video: জন্নত তোহা (Jannat Toha), বাংলাদেশি ইনফ্লুয়েন্সার যাকে ঘিরে ভক্তদের চর্চার অন্ত নেই। প্রায় নিত্যদিনই কোন না কোন ঘটনার জেরে খবরে আসেন তিনি। জন্নতের এমএমএস ফাঁস হওয়ার পর থেকে চড়চড় করে বেড়েছে তাঁর জনপ্রিয়তা। ফেসবুক, ইনস্টাগ্রামের মত সোশ্যাল প্ল্যাটফর্মে তাঁর ভিডিয়ো বেজায় পছন্দ করেন মানুষ। ছোট ছোট ভিডিয়োর পর এবার জন্নত তাঁর স্বামীকে নিয়ে প্রতিদিনের ভ্লগ বানানো শুরু করেছেন। কোথায় ঘুরতে যাচ্ছেন, কী কেনাকাটা করছেন, নিত্য দিনের নানা কিছু ভ্লগের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। অনুরাগীদের ভালোবাসা আর ভিউজেয়ের জেরেই মাস গেলে মোটা টাকা আয় করছেন অন্তঃসত্ত্বা জন্নত এবং তাঁর স্বামী। সেই টাকা দিয়েই এবার বানিয়ে ফেললেন 'শখের বাড়ি'!
ফেসবুকের রোজগার দিয়ে অট্টালিকা বানিয়েছেন জন্নতের স্বামী! দম্পতির 'শখের বাড়ি'র ভিডিয়ো এবার সামনে এল। সকলের নজর লাগার ভয়ে এত দিন নিজের স্বপ্নের বাড়ি নেটবাসীর সঙ্গে ভাগ করে নেননি, জানালেন জন্নতের স্বামী। তবে অবশেষ 'শখের বাড়ি' সামনে আনলেন। বললেন, বাবা-মায়ের কাছে হাত পেতে কিংবা কারুর থেকে টাকা চেয়ে নয়, সম্পূর্ণ নিজের রোজগারে, অর্থাৎ ফেসবুক থেকে আয় করা টাকায় এই বাড়িটি বানিয়েছেন তিনি।
জন্নতের 'শখের বাড়ি'
এমন সময়েই ভিডিয়োয় ঢুকে পড়েন জন্নত। বলেন 'আমার বাবা-মায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে তুমি বলছ, ফেসবুকের টাকায় বাড়ি বানিয়েছ'। স্বামী-স্ত্রীর এই খুনসুটি বেশ উপভোগ করেছেন নেটবাসী। ১ দিনের মধ্যে ওই ভিডিয়ো ৭ লক্ষের বেশি মানুষ দেখেছেন।