Kamada Ekadashi Wishes (File Image)

ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা কামদা একাদশী হিন্দু সংস্কৃতিতে একটি বিশেষ স্থান ধারণ করে। কামদা একাদশীর উপবাস মানুষের গোপন ইচ্ছা পূরণ করে। বাংলা পঞ্জিকা মতে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে কামদা একাদশী পালিত হয়।এই বছর কামদা একাদশী পালিত হচ্ছে আজ (৮ এপ্রিল, মঙ্গলবার)। শাস্ত্র মতে কামদা একাদশী তিথিতে নিয়ম অনুযায়ী বিষ্ণুর পুজো করলে ধনধান্যে বৃদ্ধি হয় এবং ব্যক্তি জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায়। পাশাপাশি এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।মঙ্গলবার কামদা একাদশী উপবাসের পাশাপাশি কামদা একাদশী পুজোর জন্য ব্রহ্ম মুহূর্ত বিকাল ৪টা ৩২ মিনিট থেকে ৫ টা ১৮ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত দুপুর ২ টা ৩০ মিনিট থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত।

আজ কামদা একাদশীর পুণ্য তিথিতে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করুন এই শুভেচ্ছা বার্তা-

Kamada Ekadashi Messages (File Image)Kamada Ekadashi Messages (File Image)

Kamada Ekadashi Messages (File Image)
Kamada Ekadashi Messages (File Image)
Kamada Ekadashi Messages (File Image)
Kamada Ekadashi Messages (File Image)
Kamada Ekadashi Messages (File Image)
Kamada Ekadashi Messages (File Image)