Rishabh-Pant-and-Sanjiv-Goenka at YBK (Photo Credit: Instagram)

আজ (৮ এপ্রিল, মঙ্গলবার) ইডেন গার্ডেনে কেকেআরের বিরুদ্ধে খেলবে লখনউ সুপার জায়ান্টস। যার কারণে অধিনায়ক ঋষভ পন্থ বর্তমানে দলের বাকি সদস্যদের সাথে কলকাতাতেই আছেন।তাই ম্যাচের একদিন আগে লখনউ ফ্র্যাঞ্চাইসির মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার ফুটবল দল মোহনবাগানের খেলা দেখতে ঋষভরা পৌঁছে গিয়েছিলেন সল্টলেকে বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়ামে।  মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসির আইএসএল ২০২৪-২৫ ম্যাচের ছবি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

মোহনবাগান তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে লিখেছে, "আজকের সেমিফাইনালে বিশেষ অতিথি! ক্লাবের চেয়ারম্যান ডঃ সঞ্জীব গোয়েঙ্কার সাথে খেলা উপভোগ করছেন ঋষভ পন্থ।" আপনি নীচের পোস্টটি দেখতে পারেন।

মোহনবাগান সুপার জায়ান্টস বনাম জামশেদপুর এফসির মধ্যে সেমিফাইনাল ম্যাচ দেখলেন ঋষভ পন্থ