কলকাতাঃ গড়িয়াহাটে (Gariahat)রক্তারক্তি। প্রকাশ্যে ব্যবসায়ীর (Businessman)উপর হামলা। কোপানো হল ব্যবসায়ীকে। রবিবার রাতে হাড় হিম করা ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার (South Kolkata)অন্যতম ব্যস্ততম জায়গা গড়িয়াহাটে। আক্রান্ত ব্যবসায়ীর নাম রকি রাজবংশী। গড়িয়াহাট-বালিগঞ্জ স্টেশনের কাছে অবস্থিত কাঁকুলিয়া রোডের ব্যবসায়ী ওই যুবক। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি কয়েকজন যুবকের সঙ্গে ঝামেলায় জড়ান রকি। তবে তা মিটেও যায়। রবিবার মাঝরাতে তাঁকে বাড়ি থেকে ডেকে আনেন কয়েকজন যুবক। এরপর গড়িয়াহাট এলাকায় নিয়ে এসে তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যুবক। এরপর গুরুতর জখম অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বাঁ হাতে ও পেটে আঘাত রয়েছে।
গড়িয়াহাটে হামলার শিকার ব্যবসায়ী
অন্যদিক এই ঘটনায় জড়িয়েছে রাজনৈতিক দলের নাম। আক্রান্ত ব্যবসায়ীর পরিবারের দাবি, হামলাকারীরা তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ। আক্রান্ত ব্যবসায়ী নিজেও জানান, হামলাকারীরা শাসকদলের লোক। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই এই ঘটনায় গড়িয়াহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে রবিবার রাতের সিসিটিভি ফুটেজ।
প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, রক্তারক্তি গড়িয়াহাট চত্বর
#gariahat | গড়িয়াহাটে ব্যবসায়ীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত @bengalfacts0
— Bengal Facts (@bengalfacts0) April 8, 2025