দিল্লি, ৩ জানুয়ারি: গোটা দেশ জুড়ে যাতে ফের করোনা (Corona) থাবা বসাতে না পারে, তার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। তবে করোনাভাইরাস (Coronavirus) এখনও নতুন করে ভারতে থাবা বসাতে পারেনি, ফলে বুস্টারের দ্বিতীয় ডোজের কোনও প্রয়োজন নেই। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনই জানানো হয়েছে। প্রসঙ্গত গত ২৪ ঘণ্টায় গোটা দেশ জুড়ে ১৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। ফলে সংক্রমিতর সংখ্যা যখন বাড়েনি, সেই সময় কোনওভাবে বুস্টারের (Booster) দ্বিতীয় ডোজের প্রয়োজন দেশের মানুষের নেই বলে স্পষ্ট জানানো হয়েছে। তবে বুস্টারের প্রথম ডোজ প্রত্যেকের নেওয়া উচিত বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সতর্কতা জারি করা হয়েছে। NTAGI-এর তরফে স্পষ্ট জানানো হয়েছে, দেশে করোনা বুস্টারের প্রথম ডোজ এখনও বহু মানুষের সম্পূর্ণ হয়নি। ফলে এই অবস্থায় প্রথম ডোজ না নিয়ে দ্বিতীয় ডোজের কোনও প্রয়োজন নেই।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সম্প্রতি একযোগে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসে। সেখানেই যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে করোনা বুস্টারের দ্বিতীয় ডোজের কোনও প্রয়োজন নেই।
আরও পড়ুন: Covid 19 Scare: আমেরিকা ফেরত মহিলার দেহে কোভিড সংক্রমণ
প্রসঙ্গত সম্প্রতি চিন (China) থেকে একের পর এক করোনা আক্রান্তের খবর আসতে শুরু করে। ফলে চিন নিয়ে গোটা বিশ্বের মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে। চিনে যখন করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, সেই সময় ভারতে যাতে কোনওভাবে সেই প্রভাব না পড়ে, তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নতুন করে জারি করা হচ্ছে একাধিক গাইডলাইন