বুধবার সকালে গুজরাটের সুরাটের (Surat) বৃহত্তম টেক্সটাইল মার্কেটে ভয়াবহ আগুন লাগে। তবে বেলা গড়ালেও এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। ঘটনাস্থলে সুরাট, নাভসারি এবং বারদোলির দমকল বাহিনী তো রয়েইছে। এছাড়া ওএনজিসি, ক্রিভকো, এএমএনএস, এনটিপিসি, রিলায়েন্স এবং কালার টেক্সের শিল্প দমকল দলগুলির সাথে মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। বহুতলের একাধিক ফ্লোরে ছড়িয়ে পড়েছে আগুন। দমকল আধিকারিকদের আশঙ্কা, দীর্ঘক্ষণ আগুন জ্বললে বহুতলের দেওয়াল, ছাঁদ ভেঙে পড়ার আশঙ্কা থাকছে। ফলে দুর্ঘটনার ভয়াবহতা বাড়ার আশঙ্কা রয়েছে।

বিপুল পরিমাণের ক্ষতির সম্ভাবনা রয়েছে

জানা যাচ্ছে, এদিন সকালে সুরাটের শিবশক্তি টেক্সটাইল মার্কেটের বেসমেন্টে প্রথমে আগুন লাগে। পরবর্তীকালে সেই আগুনই চারতলা বিল্ডিংয়ের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, এই বহুতলে কমপক্ষে ৮০০টির বেশি দোকান রয়েছে। ফলে কমবেশী কয়েক কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদিও আগুন কীভাবে লাগল সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি। দমকলের কমপক্ষে ৩০টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে বলে জানা গিয়েছে।

দেখুন ভিডিয়ো

অগ্নিকাণ্ডে মৃত এক কর্মী

দমকলসূত্রের খবর, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি একজন কর্মচারী। যদিও তাঁর নাম পরিচয় প্রকাশ্যে আসেনি। এমনকী তাঁর দেহও উদ্ধার হয়নি বলে খবর। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে। যেহেতু এটি একটি টেক্সটাইল মার্কেট, তাই দাহ্য পদার্থের পরিমাণ এতটাই বেশি রয়েছে যে বেলা গড়ালেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।