নয়াদিল্লিঃ সুদানে(Sudan) ভেঙে পড়ল সামরিক বিমান(Plane)। বুধবার, স্থানীয় সময় ভোর ৪ টে নাগাদ। সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে ভেঙে পড়ে একটি মিলিটারি প্লেন। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর,এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। যার মধ্যে রয়েছেন সেনা আধিকারিক-সহ কয়েকজন সাধারণ নাগরিক। প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান। যদিও সরকারিভাবে এখন পর্যন্ত কত জন মারা গিয়েছেন তা জানানো হয়নি। স্বেচ্ছাসেবী সংগঠন 'কারাই রেজিস্ট্যান্স কমিটি'র সদস্যরা জানিয়েছেন, অন্তত ১০টি মৃতদেহ নিয়ে আনা হয়েছে। এছাড়া কয়েকজনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে ওমড্রামানের আল-নাও হাসপাতালে।
সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা
এই দুর্ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে রয়েছে বিমানটি। আগুনে পুড়ে কার্যত শেষ হয়ে গিয়েছে সামরিক বিমানটি। তারই মধ্যে চলছে উদ্ধার কাজ। সুদানের সেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই দুর্ঘটনা ঘটেছে ওয়াদি সিদনা বিমান ঘাঁটির কাছে। বিমান অবতরনের সময়ে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় সেনা আধিকারিক এবং সাধারণ মানুষ হতাহত হয়েছেন। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, বিমানটি ২০২৩ সালের এপ্রিল মাস থেকে র্যাপিড সাপোর্ট ফোর্স-এ ছিল। স্থানীয়রা জানিয়েছেন, বিমানটি ভেঙে পড়ার সময়ে তারা একটি জোরালো আওয়াজ শুনতে পান তাঁরা।
সুদানে ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত সেনা আধিকারিক সহ সাধারণ মানুষ
Army Plane Crash in Sudan: Military Aircraft Crash Crashes in City of Omdurman, Killing at Least 19 People (Watch Video)https://t.co/XXsJoLZqSu#ArmyPlane #PlaneCrash #Sudan #Omdurman
— LatestLY (@latestly) February 26, 2025