প্রতীকী ছবি (Photo Credits: File Image)

স্কুলের মধ্যে খুদে ছাত্রদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল দুই শিক্ষিকার বিরুদ্ধে। সম্প্রতি এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুরে (Berhampore)। জানা যাচ্ছে, বহরমপুর পুরসভা পরিচালিত দুটি প্রাথমিক স্কুলে এই ঘটনাটি ঘটেছে। নির্যাতিতরা অভিভাবকদের ঘটনাটি জানানোর পর তাঁরা অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনা নিয়ে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলছে দুই শিক্ষিকা ও তাঁদের পরিবার। অভিযোগ, তাঁরা কংগ্রেসের সমর্থক এবং সেই কারণে দীর্ঘদিন পুরসভা থেকে বেতন আটকানো হচ্ছিল। আর সেই নিয়ে প্রতিবাদ করায় ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে।

পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে দায়ের মামলা

জানা যাচ্ছে, দিনকয়েক আগে কয়েকজন পড়ুয়া ও তাঁর পরিবার থানায় অভিযোগ জানায় যে ফাঁকা ক্লাসরুমে তাঁদের ডেকে নিয়ে যেতেন ওই শিক্ষিকারা। সেখানে ছাত্রদের পোশাক খোলানো হত। এবং গোপনাঙ্গে হাত দিতেন ওই দিদিমণিরা। এই ঘটনা জানতে পেরে ওই নির্যাতিত পরিবার বাকি অভিভাবকদের বিষয়টি জানায়। তাঁদের মধ্যে আরও কয়েরজন তাঁদের ছেলেদের সঙ্গেও কথা বলে এই একই অভিযোগ শুনতে পায়। তারপরেই তাঁরা থানায় দারস্থ হয়।

ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর দাবি অভিযুক্তদের

এই অভিযোগ নিয়ে অবশ্য স্কুলের বাকি শিক্ষকরা কোনও মন্তব্য করেনননি। তবে অভিযুক্ত শিক্ষিকাদের পাল্টা দাবি, বহরমপুর পুরসভা থেকে ইচ্ছাকৃৃতভাবে তাঁদের ফাঁসানো হচ্ছে। আসলে তাঁরা কংগ্রেসে দীর্ঘদিনের কর্মী, এই কারণে তাঁদের বেতন আটকে রাখা হয়েছিল। এমনকী তাঁরা নবান্নতেও এই নিয়ে অভিযোগ জানিয়েছে। সেই কারণেই পাল্টা মিথ্যা অভিযোগ দিয়ে তাঁদের মুখ বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে।