East Bengal FC vs Hyderabad FC (Photo Credit: EBFC/ X)

East Bengal vs Hyderabad FC, ISL 2024-25: ইন্ডিয়া সুপার লিগ ২০২৪-২৫ মরসুমের আজকের লিগ ম্যাচে ইস্টবেঙ্গল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলবে। আজ, ২৬ ফেব্রুয়ারি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হয়েছে। শীর্ষ ছয়ের যোগ্যতা অর্জন করতে না পারলেও ইস্টবেঙ্গল এই আইএসএল মরসুমের বাকি তিনটি ম্যাচ জিতে পজিটিভ নোটে শেষ করতে চাইবে। আইএসএলের পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। লিগে শেষ দুই ম্যাচে ছয়টি গোল করে লাল-হলুদ ব্রিগেড। কলকাতা ডার্বিতে তারা মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে তারা। অন্যদিকে, হায়দরাবাদ এফসি লিগ টেবিলে ১২ নম্বরে রয়েছে। চার জয় ও পাঁচ ড্রয়ে ১৭ পয়েন্ট নিশ্চিত করেছে তারা। শেষ দুই ম্যাচে জয়হীন রয়েছে হায়দরাবাদ। ওড়িশা এফসির কাছে ৩-১ গোলে হেরে মুম্বই সিটির সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। আসন্ন ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া হবে হায়দরাবাদ। Bengaluru FC vs Chennaiyin FC Video Highlights: চেন্নাইয়িন এফসিকে হারিয়ে প্লে-অফে বেঙ্গালুরু এফসি, দেখুন ভিডিও হাইলাইটস

ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি

ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

২৬ ফেব্রুয়ারি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium, Kolkata) আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।