দিল্লি, ২৫ জানুয়ারি: ওমিক্রনের পর এবার ফের করোনার নয়া প্রজাতির আগমণ? ওমিক্রন যেতে না যেতেই এবার বিএ.২ ভয় ধরাতে শুরু করেছে জনমানসে। বিএ.২ প্রজাতি নিয়ে মুখ খুললেন চিকিৎসক হর্ষ মহাজন। তিনি বলেন, বিএ.২-তে সনাক্ত বেশ কঠিন। জিনোম সিকোয়েন্স না করলে, ডেল্টা এবং বিএ.২-এর মধ্যে তফাৎ বোঝা শক্ত। জিনোম সিকোয়েন্স না করলে, আরটিপিসিআরের মাধ্যমে বিএ.২ কে সনাক্ত করা কঠিন বলে জানান হর্ষ মহাজন।
এদিকে ব্রিটেনে থাবা বসাতে শুরু করেছে ওমিক্রনের এই সাব-ভ্যারিয়েন্ট বিএ.২। তবে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টের বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ ব্রিটেন। পরীক্ষানীরিক্ষার পর তবেই ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টের বিষয়ে কিছু বলা সম্ভব বলে জানানো হয় ব্রিটেনের তরফে।
আরও পড়ুন: West Bengal: 'রাজ্যের সরকারি অফিসাররা নিয়ম ভুলেছেন, আগুন নিয়ে খেলছেন', তোপ রাজ্যপালের
২০২১ সালের ১৭ নভেম্বরের রিপোর্ট অনুযায়ী বিএ.২ বিশ্বের ৪০টি দেশে হানা দিয়েছে। ডেনমার্ক, সুইডেন, ফিলিপিন্স, ফ্রান্স, নরওয়ে এবং সিঙ্গাপপুরে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্ট থাবা বসিয়েছে বলে খবর। পাশাপাশি গোটা বিশ্ব জুড়ে বিএ.২-এর ৫৩০টি নমুনা পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে।