কলকাতা, ২৫ জানুয়ারি: ফের রাজ্যের (West Bengal) সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তরজায় জড়ান রাজ্যপাল। প্রজাতন্ত্র দিবসের আগে আজ বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানাতে যান জগদীপ ধনখড়। সেখানে গিয়েই স্পিকারের সঙ্গে তরজায় জড়ান রাজ্যপাল। এরপরই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। জগদীপ ধনখড় বলেন, রাজ্যের সরকারি অফিসাররা নিয়ম ভুলেছেন। রাজ্যের সরকারি অফিসাররা সংবিধানের মর্যাদা ভুলেছেন। রাজ্যের সরকারি অফিসাররা আগুন নিয়ে খেলছেন বলে আক্রমণ করেন রাজ্যপাল।
Govt officers(in the state)have forgotten rules. Their actions are far distanced from constitutional norms & their conduct regulations. They're playing with fire. They're under wrong impression if they think what can the man in Raj Bhavan do: West Bengal Governor Jagdeep Dhankhar pic.twitter.com/L4ahYvUVjB
— ANI (@ANI) January 25, 2022
পাশপাশি রাজবনের হাতে কী কী অধিকার রয়েছে, রাজ্যের সরকারি অফিসাররা তা জানেন না বলেও কটাক্ষ করেন জগদীপ ধনখড়।
আরও পড়ুন: Delhi: প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি থেকে উদ্ধার বিপুল অস্ত্র, ধৃত ২
এদিকে জগদীপ ধনখড়ের ওই মন্তব্যের পর পালটা মুখ খোলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জানানোর পর রাজ্যপাল যেভাবে সংবাদমাধ্য়মের সামনে মুখ খোলেন, তা অসৌজন্যমূলচক আচরণের সামিল।