West Bengal: 'রাজ্যের সরকারি অফিসাররা নিয়ম ভুলেছেন, আগুন নিয়ে খেলছেন', তোপ রাজ্যপালের
Jagdeep Dhankhar (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২৫ জানুয়ারি:  ফের রাজ্যের (West Bengal) সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তরজায় জড়ান রাজ্যপাল। প্রজাতন্ত্র দিবসের আগে আজ বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানাতে যান জগদীপ ধনখড়। সেখানে গিয়েই স্পিকারের সঙ্গে তরজায় জড়ান রাজ্যপাল। এরপরই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। জগদীপ ধনখড় বলেন, রাজ্যের সরকারি অফিসাররা নিয়ম ভুলেছেন। রাজ্যের সরকারি অফিসাররা সংবিধানের মর্যাদা ভুলেছেন। রাজ্যের সরকারি অফিসাররা আগুন নিয়ে খেলছেন বলে আক্রমণ করেন রাজ্যপাল।

 

পাশপাশি রাজবনের হাতে কী কী অধিকার রয়েছে,  রাজ্যের সরকারি অফিসাররা তা জানেন না  বলেও কটাক্ষ করেন জগদীপ ধনখড়।

আরও পড়ুন:  Delhi: প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি থেকে উদ্ধার বিপুল অস্ত্র, ধৃত ২

এদিকে জগদীপ ধনখড়ের ওই মন্তব্যের পর পালটা মুখ খোলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জানানোর পর রাজ্যপাল যেভাবে সংবাদমাধ্য়মের সামনে মুখ খোলেন, তা অসৌজন্যমূলচক আচরণের সামিল।