নতুন দিল্লি, ২২ জানুয়ারি: দলের সভাপতি নির্ধারণের জন্য মে মাসে অন্তর্বর্তী নির্বাচনের আয়োজন করতে চলেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি (Congress Working Committee)। সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এদিন সাংবাদিক বৈঠকে দলীয় নির্বাচনের বিষয়ে সিলমোহর দেন। জুনের মধ্যে দল নতুন সভাপতি পাবে বলে জানান তিনি। সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।
গত বছর অগস্টেই দলের নতুন সভাপতি নির্বাচন করার কথা ছিল। তা সনিয়া গান্ধী (Sonia Gandhi) সভাপতি পদে থেকে যান। কিন্তু বয়সজনিত কারণে তিনি বেশিদিন সভাপতির পদে থাকতে পারবেন না বলে জানিয়ে দেন তাঁর পুত্র তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সভাপতি নির্বাচন নিয়ে কংগ্রেসের অন্দরে টানাপোড়েন শুরু হয়। অবশেষে সোনিয়া গান্ধীই ওই পদে বহাল থাকেন। তবে এবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটলেই তা করে ফেলা হবে বলে জানানো হয়। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালা ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন রয়েছে। এপ্রিলেই শেষ হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আরও পড়ুন, আশিতেই ইতি, ভজন শিল্পী নরেন্দ্র চঞ্চলের জীবনাবসান
গত লোকসভা নির্বাচনে হারের পর এবার কংগ্রেসকে নেতৃত্ব কে দেবেন এই নিয়ে উদ্বিগ্ন দল। তাই যত দ্রুত সম্ভব দলের একজন সুদক্ষ নেতৃত্বের প্রয়োজনে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। গুলাম নবি আজাদ, অমরিন্দর সিং, পি চিদম্বরম যত দ্রুত সম্ভব নির্বাচন চান। পাঁচ রাজ্যের নির্বাচন শেষ হলে তারপরই দলের সভাপতি নির্বাচন করার পক্ষে সায় দিয়েছেন অশোক গেহলট, অমরিন্দর সিংয়ের মত কংগ্রেস নেতারা।
গত লোকসভা নির্বাচনে হারার পর সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। এরপর দলের সভাপতি হন সনিয়া গান্ধী।