নতুন দিল্লি, ২২ জানুয়ারি: ভারতীয় ভজন শিল্পী নরেন্দ্র চঞ্চলের (Narendra Chanchal) জীবনাবসান হল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলন শিল্পী। গত তিনমাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন এই প্রবীণ শিল্পী। শুক্রবার বেলা বারোটা বেজে পনেরো মিনিটে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উত্তর ভারতের প্রখ্যাত ভজন শিল্পী নরেন্দ্র চঞ্চলের কদর সবথেকে বেশি ছিল পাঞ্জাবে। নরেন্দ্র চঞ্চলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীত শিল্পী দালের মেহেন্দি। এক টুইট বার্তায় তিনি লেখেন, “প্রিয় আইকনিক শিল্পী নরেন্দ্র চঞ্চল অমৃত লোকে যাত্রা করেছেন। তাঁর প্রয়াণে গভীরভাবে মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছি। মৃত শিল্পীর পরিবার বর্গ ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই।” আরও পড়ুন-Varun Dhawan Off to Alibaug: নাতাশা আগেই পৌঁছেছেন, এবার আলিবাগের উদ্দেশে বেরলেন বরুণ ধাওয়ান (দেখুন ছবি)
Deeply saddened to learn that iconic and most loved #NarendraChanchal ji has left us for the heavenly abode. In prayers for his soul to rest in peace. Heartfelt condolences to his family and legions of fans. 🙏 pic.twitter.com/zXEBN07MbM
— Daler Mehndi (@dalermehndi) January 22, 2021
অমৃতসরের নমক মান্ডির এক পাঞ্জাবি পরিবারে নরেন্দ্র চঞ্চলের জন্ম। ভজন গীতি ছাড়াও বহু বলিউডি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। ১৯৭৩সালে ববি ছবিতে গাওয়া বেশক মন্দি মসজিদ গানের জন্যে বেস্ট মেল প্লেব্যাক শিল্পীর পুরস্কারও জিতে নেন নরেন্দ্র চঞ্চল। এক ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠার কারণেই নরেন্দ্র চঞ্চল ভজন ও আরতি গাওয়ায় অনুপ্রাণীত হয়েছিলেন। ‘মধ্যরাতের শিল্পী’, এই নামে আত্মজীবনীও লিখেছিলেন নরেন্দ্র চঞ্চল।