১৯৯৭ সালে হয়েছিল শেষ নির্বাচন, সেবার কংগ্রেস সভাপতি পদে আসেন সীতারাম কেশরী।তারপর সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচন হলেও ২০১৪ থেকেই সংকটে পড়ে কংগ্রেস। প্রথমে সোনিয়া গান্ধী , তারপর  ২০১৭ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন রাহুল গান্ধী। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভরাডুবির পরই সভাপতি পদ থেকে ইস্তফা দেন তিনি।বিগত চার বছরে দেশজুড়েই কংগ্রেসের দৈন্যদশা আরও প্রকট হয়েছে। বলা চলে, অস্তিত্ব সংকটে ভুগছে দেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল। একপ্রকার দলে তোলপাড় হওয়ার পরই এবার কংগ্রেসে সভাপতি নির্বাচন হতে চলেছে। প্রায় ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরের কোনও সদস্য কংগ্রেসের সভাপতি হবেন।সেই নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করে সোনিয়া গান্ধী জানালেন তিনি নাকি  এই নির্বাচনের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন।

সোনিয়া গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীকেও দিল্লির সদর দফতরে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়।