PM Modi with Jaganmohan Reddy | (Photo Credits: Twitter/@narendramodi)

নয়া দিল্লি, ১২ জুন:  জগনমোহন রেড্ডি (Jaganmohan Reddy)-র দল YSR কংগ্রেসকে লোকসভায় ডেপুটি স্পিকারের পদ দিতে প্রস্তাব বিজেপির। লোকসভা ভোটের আগে NDA ছেড়ে তৃতীয় ফ্রন্টে মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-কে সমর্থন করেছিলেন চন্দ্রবাবু নাইডু (Chandra Babu Naidu)। নরেন্দ্র মোদি (Narendra Modi)-কে শায়েস্তা করতে চেয়ে মমতা ব্যানার্জি -মায়াবতী-অখিলেশ যাদবদের সমর্থন করেছিলেন অন্ধ্রপ্রদেশের নেতা চন্দ্রবাবু নাইডু। কিন্তু লোকসভা ভোটের সঙ্গে অন্ধ্রপ্রদেশে হওয়া বিধানসভা নির্বাচনেও খড়কুটোর মত উড়ে গিয়েছেন চন্দ্রবাবু নাইডু।

অন্ধ্র জুড়ে চলেছে YSR কংগ্রেসের জগনমোহন রেড্ডি ঝড়। লোকসভা ভোটে ৩০৩টি আসনে ঐতিহাসিক জয়ের পর ফের ক্ষমতায় আসার পর শরিক দল নিয়ে বেশ সতর্ক বিজেপি। টিডিপি গতবার এনডিএ-কে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এবার তাই চন্দ্রবাবুকে শায়েস্তা করতে জগনমোহনকে সঙ্গে নিয়ে চলে পুরস্কার দিতে চান নরেন্দ্র মোদি-অমিত শাহ। ২২ জন সাংসদের দল YSR কংগ্রেসকে ১৭তম লোকসভার ডেপুটি স্পিকারের পদের প্রস্তাব দিল বিজেপি। । আরও পড়ুন- বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমার হচ্ছেন প্রোটেম স্পিকার

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, লোকসভায় ডেপুটি স্পিকার পদের প্রস্তাব পাওয়ার পর YSR কংগ্রেসের প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি কিছুটা সময় চেয়েছেন। চন্দ্রবাবু নায়ডুর দলকে হারিয়ে প্রথমবার অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় আসার পর জগনমোহন এখন খুব ব্যস্ত বলে জানিয়েছেন। লোকসভায় ডেপুটি স্পিকার পদে জগনমোহন তাঁর দলের কাউকে দায়িত্ব দেওয়া হবে কি না তা ঠিক করতে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের কাছে কিছু সময় চেয়ে নিয়েছেন বলে খবর। গতবার লোকসভায় ডেপুটি স্পিকারের পদ শরিক দল AIADMK-কে দিয়েছিল বিজেপি।

আগামী ১৭ই জুন- ডেপুটি স্পিকার পদ নিয়ে আলোচনায় বসছেন এনডিএ নেতারা। মন্ত্রিসভায় শরিক দলেদের সেভাবে গুরুত্ব না রাখার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মন্ত্রিত্বে না রেখে নীতীশ কুমারের দলকে পুরো কোণঠাসা করে দিয়েছে বিজেপি। এমনকি শিবসেনাকেও সেভাবে পাত্তা দেওয়া হয়নি। কিন্তু জগনমোহনের দলকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিজেপি সাফ বুঝিয়ে দিল তারা YSR কংগ্রেসকে কাছে টানতে চায়।

লোকসভা ভোটের মাঝখানে একটা সমীক্ষার পর দেখা যাচ্ছিল বিজেপি এককভাবে ক্ষমতায় নাও আসতে পারে। এমনকি NDA-কেও ক্ষমতায় ফিরতে হলে ম্যাজিক ফিগার নাও মিলতে পারে। সেক্ষেত্রে তখন শোনা যাচ্ছিল মোদি-শাহকে বাঁচিয়ে দেবেন জগনমোহন রেড্ডি। যদিও বিজেপি একাই ৩০৩টি আসন জেতায় জগনের দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়েনি বিজেপির। তবে এখন জগনমোহনকে নিয়েই চলতে চাইছে বিজেপি। অন্ধ্রপ্রদেশে বিজেপি একেবারে ভাল ফল করতে পারেনি। দক্ষিণের এই রাজ্যে বেশ কিছু আসনে বিজেপি নোটা-র থেকেও কম ভোট পায়। তবে অন্ধ্রে নিজেদের সংগঠনের জোর বাড়ানোর আগে বিজেপি-র চিরচারিত ফর্মুলা মেনে আগে জোটসঙ্গি ঠিক করে রাখছে বিজেপি। জগনমোহনকে কাছে টেনে চন্দ্রবাবুকে সাফ বার্তা দিচ্ছে বিজেপি। যেখানে বলা হচ্ছে-আমাদের সঙ্গ ছেড়ে কতটা ভুল করেছো দেখো। এখন তোমার রাজ্যে শাসন গেল, কেন্দ্রেও কিছু থাকল না।