Bihar Flood Like Situation (Photo Credits: ANI)

পাটনা, ২৯ সেপ্টেম্বরঃ একদিকে প্রবল বৃষ্টি অন্যদিকে বাঁধ থেকে বিপুল জল ছাড়ার ফলে হাবুডুবু অবস্থা বিহারের (Bihar)। শনিবার বাল্মিকিনগর এবং বীরপুর বাঁধ থেকে জল ছাড়ার ফলে কোশি, গন্ডক এবং গঙ্গা সহ আরও কয়েকটি নদী ফুলেফেঁপে উঠেছে। যার জেরে রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতির সতর্কতা জারি করেছে বিহার সরকার। প্রশাসনের তরফে রাজ্যের ১৩টি জেলার প্রায় ১৬ লক্ষ মানুষের ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে। ওই সমস্ত এলাকা ভারী বর্ষার কারণে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। বিহারের আরারিয়া জেলায় বন্যা পরিস্থিতির জেরে জলের তলার চলে গিয়েছে সমস্ত রেললাইন। যার জেরে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটছে।

রাজ্যের জলসম্পদ বিভাগের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, শনিবার নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে গন্ডক, কোশি, মহানন্দা প্রভৃতি নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত কোশি নদীর বীরপুর বাঁধ থেকে মোট ৫.৭৯ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। যা গত ৫৬ বছরের মধ্যে সর্বোচ্চ। শেষবার ওই বাঁধ থেকে ১৯৬৮ সালে ৭.৮৮ কিউসেক জল ছাড়া হয়েছিল।

একইভাবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাল্মিকিনগর বাঁধ থেকে ৫.৩৮ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ২০০৩ সালে ৬.৩৯ লক্ষ কিউসেক জল ছাড়ার পরে এই বাঁধ থেকে এটিই সর্বোচ্চ। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে কোশি বাঁধের কাছে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জলের তলায় রেললাইন... 

কর্মকর্তার জানাচ্ছেন, রাজ্যের জলসম্পদ বিভাগের তরফে বাঁধগুলোতে চব্বিশ ঘণ্টা তদারকি করা হচ্ছে। যাতে কোনরকম ভাঙন বা বিপদ সনাক্ত হওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এদিকে গত দুদিন তিন ধরে অবিরাম বৃষ্টির ফলে রাজ্যের নদীগুলির জলস্তর বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের তরফে বিহারের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রাজ্যের কিছু অংশে আকস্মিক বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।