Assam Flood (Photo Credit: ANI)

গুয়াহাটি, ২৮ জুন: অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এক নাগাড়ে বৃষ্টির জেরে শোনিতপুরে জল বাড়তে শুরু করেছে। ফলে শোনিতপুরের একাধিক গ্রাম জলের নীচে বলে খবর।

শোনিতপুরের পাশাপাশি বরপেটার পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। জানা যাচ্ছে, বরপেটায় জল ঢুকতে শুরু করলে, সেখানকার ৯৩টি গ্রাম ক্ষতিগ্রস্থ। পরিসংখ্যান অনুযায়ী, বরপেটার ৯৩টি গ্রামের ৬৭ হাজার মানুষ বন্যার কবলে। এসবের পাশাপাশি বন্যার জেরে বরপেটার ২২৫ হেক্টর চাষের জমি কার্যত জলের নীচে।

 

 

বরপেটায় ক্রমাগত বন্যার জল ঢুকতে শুরু করলে, সেখানে পরপর ৩ জনের মৃত্যু হয়। গত ৪৮ ঘণ্টায় যে ৩ জনের মৃত্যু হয়, তারা প্রত্যেকে শিশু বলে খবর। ফলে এই নিয়ে চলতি মরশুমে অসমে ৬ জনের মত্যু হয় বলে খবর।