ছবিটি প্রতীকী (Photo: pixabay)

নতুন দিল্লি, ২৯ জানুয়ারি: গর্ভপাতের (Abortion) ঊর্ধ্বসীমা ২০ সপ্তাহ থেকে ২৪ সপ্তাহ করল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা (Cabinet) এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা ১৯৭১ সালের মেডিকেল টার্মিনেশন অব প্রেগনেন্সি আইনে সংশোধন করার জন্য মেডিকেল টার্মিনেশন অব প্রেগনেন্সি (সংশোধন) বিল ২০০০ -এ (Medical Termination of Pregnancy (Amendment) Bill, 2020) অনুমোদন দিয়েছে। সংসদের আগামী অধিবেশনে বিলটি পেশ করা হবে।

এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Union Minister Prakash Javadekar) বলেন, "মন্ত্রিসভায় এই বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। বিলের প্রস্তাবে বলা হয়েছে, গর্ভপাতের অনুমোদনের জন্য ঊর্ধ্বসীমা ২০ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৪ সপ্তাহ করা হবে। বিলটি সংসদের আগামী অধিবেশনেই পেশ করা হবে।" মন্ত্রী জানান, এটি গর্ভাবস্থার নিরাপদ অবসান নিশ্চিত করবে এবং মহিলাদের প্রজনন অধিকার বজায় রাখবে। একই সঙ্গে এই ঊর্ধ্বসীমা বৃদ্ধি ধর্ষিতা মহিলা, শারীরিক প্রতিবন্ধী এবং নাবালিকাদেরও সহায়তা দেবে। আরও পড়ুন: Anti NRC Protests: NRC বিরোধী অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদের জলঙ্গি, গুলিবিদ্ধ হয়ে মৃত ২

তিনি বলেন, "প্রগতিশীল সংস্কার এবং মহিলাদের প্রজনন অধিকার প্রদানের ক্ষেত্রে গর্ভপাত করানোর মাধ্যমে বিষয়টি অবসানের ২০ সপ্তাহের সীমা ২৪ সপ্তাহে উন্নীত করা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কারণ, কয়েক মাস আগেই এক কিশোরী এই আবেদন নিয়ে দিনের পর দিন আদালতের দ্বারস্থ হয়েছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন স্তরের বিভাগের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"