বুধবার রাতে একদিকে যখন ডোমকলে দুষ্কৃতিরা হামলা চালায় এক পুলিশ আধিকারিকের ওপর, তখন অন্যদিকে বারুইপুরে (Baruipur) পুলিশি অভিযানে গিয়ে আক্রান্ত এক এএসআই। জানা যাচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার চেষ্টা করা হয় ওই পুলিশ আধিকারিককে। কোনওরকমে সহকর্মীদের সাহায্যে এ যাত্রায় প্রাণে বাঁচেন তিনি। যদিও আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
গ্রেফতার করতে গিয়ে অভিযুক্তরা হামলা চালায় পুলিশের ওপর
পুলিশসূত্রে খবর, ২০২২ সালে একটি শ্লীলতাহানির একটি মামলায় তিনজনকে গ্রেফতার করতে নরেন্দ্রপুর থানার অন্তর্গত আর্যনগরে যায় পুলিশের একটি দল। অভিযুক্ত নীলরতন পাল (৭৬), শ্যামল পাল (৪১) ও সৌম্য পাল (২৩)-এর বিরুদ্ধে আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই কারণেই তাঁদের ধরতে গেলে অভিযুক্তরা হামলা চালায়। আর তাতেই আহত হন এক পুলিশ আধিকারিক।
ডোমকলে আক্রান্ত পুলিশ
প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই মুর্শিদাবাদের ডোমকলে এক অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতিদের হামলার মুখোমুখি হন পুলিশকর্মীরা। ওই ঘটনায় আহত হয়েছিলেন এক এএসআই। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।