Photo Credit ANI

মেঘ ভাঙা বৃষ্টিতে হিমাচলপ্রদেশের কান্ডাঘাটের জাডোন গ্রামে ভেঙে পড়ল দুটি বাড়ি, ঘটনার জেরে মৃত ৭। এর পাশাপাশি একটি গরুদের থাকার স্থানও ভেঙে পড়েছে। প্রবল বৃষ্টির জেরে বেশ কিছুদিন ধরেই সমস্যায় হিমাচল প্রদেশের মানুষ। কোথাও হড়পা বান তো কোথাও ভূমিধ্বসের জেরে প্রবল সমস্যায় পড়েছেন স্থানীয়রা।

ঘটনার জেরে আটকে পড়া মানুষদের উদ্ধারকার্য শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।