নয়াদিল্লিঃ সপ্তাহের শুরুতেই ছত্তিশগড়ে এনকাউন্টার(Chhattisgarh Encounter)। নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের সংঘর্ষে নিহত এক মহিলা মাওবাদী(Maoist)। এদিন সকালে বস্তার অঞ্চলে অবস্থিত দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী একটি জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। মাওবাদী ও নিরাপত্তাবাহিনী মধ্যে বেশকিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। দান্তেওয়াড়ার পুলিস সুপার গৌরব রায় জানিয়েছেন, এই সংঘর্ষে এক কুখ্যাত মাওবাদী নিহত হয়েছে। এখনও অভিযান চলছে। অন্যদিকে গুলির লড়াইয়ে আহত হয়েছেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। আহত জওয়নাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত এক মহিলা মাওবাদী
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বস্তার অঞ্চলের আইজি সুন্দররাজ বলেন, “সুকমা জেলার কেরলপাল এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার রাতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) যৌথভাবে অভিযান শুরু করে। এই অভিযানে ১৬ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুই জওয়ান সামান্য আহত হয়েছেন।” প্রসঙ্গত, দিন কয়েক আগেই দুমকায় যৌথ বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছিল ১৬ মাওবাদীর। আর গতকাল অর্থাৎ রবিবার আত্মসমর্পণ করে ৫০ জন মাওবাদী। কিন্তু তাও শান্তি ফেরেনি ছত্তিশগড়ে। সোমবার সকাল হতেই ফের শুরু গুলির লড়াই।
ছত্তিশগড়ে গুলির লড়াই, এনকাউন্টারে খতম ১ মাওবাদীর
Chhattisgarh Encounter | "Top Maoist Leader Killed": Police@Anurag_Dwary reports pic.twitter.com/PQ1B6CgLiv
— NDTV (@ndtv) March 31, 2025