নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি: ট্রাম্পের সফরের মাঝেই রণক্ষেত্র হয়ে উঠল দিল্লি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উত্তেজনা ছড়াল দিল্লির (Delhi) উত্তর-পূর্বের ভজনপুরা, মৌজপুর (Maujpur) এবং জাফরাবাদে (Jaffrabad) । সিএএ-র প্রতিবাদে দু'পক্ষের মধ্যে চলল পাথর ছোঁড়াছুঁড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ। দু'দিকের বিক্ষোভকারীদের মাঝে পড়ে মৃত্যু হয় এক হেড কনস্টেবলের (Head Constable of The Delhi Police) । বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকটি জায়গায় জারি হয়েছে ১৪৪ ধারা।
Security Update
Entry & exit of Jaffrabad and Maujpur-Babarpur are closed. Trains will not be halting at these stations.
— Delhi Metro Rail Corporation (@OfficialDMRC) February 24, 2020
জাতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ঠিক ২৪ ঘণ্টা আগে এই এলাকাগুলিতেই আগুন জ্বলে ওঠে। সিএএ বিরোধী এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। শনিবার রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। বন্ধ করে দেওয়া হয় মৌজপুর-বাবারপুর এবং জাফরাবাদ স্টেশন। সোমবার দুপুর থেকে সেই বিক্ষোভই ভয়ঙ্কর আকার নেয়। একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভজনপুরাতে পুলিশের জিপেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। জ্বালিয়ে দেওয়া হয় দোকান-পাট। লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। রীতিমত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। দু'পক্ষের ইটবৃষ্টিতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। আরও পড়ুন: Donald Trump India Visit: তাজমহলের পথে ডোনাল্ড ট্রাম্প, স্বাগত জানাতে প্রস্তুত ২৫,০০০ পড়ুয়া
One Delhi Police head constable has lost his life and one DCP injured during clashes between two groups in Delhi's Gokulpuri.
— ANI (@ANI) February 24, 2020
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াইও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শান্তির বার্তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
मैंने अभी LG साहिब से बात की। उन्होंने भरोसा दिलाया कि और पुलिस फ़ोर्स भेजी जा रही है। किसी के भी द्वारा हिंसा बर्दाश्त नहीं की जाएगी। मेरी सभी लोगों से विनती है कि कृपया शांति बनाए रखें। हिंसा से कोई समाधान नहीं निकलेगा। https://t.co/d3biQqr13X— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 24, 2020
একদিকে, আগ্রার পথে রওনা দিয়েছেন ট্রাম্প দম্পতি। ট্রাম্পের ১৩ কিলোমিটার যাত্রাপথের পুরোটাতেই তাঁকে স্বাগত জানাবেন ছাত্র-যুবরা। একদিকে যখন এভাবেই ট্রাম্পকে স্বাগত জানাতে সেজে উঠেছে দিল্লি। অন্যদিকে, সিএএ-র প্রতিবাদে দিল্লির অপর প্রান্তেই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগেও শাহিনবাগের আন্দোলনের সাক্ষী থেকেছে দিল্লি। ৬৯ দিন পর প্রতিবাদ একটু শিথীল করেছে প্রতিবাদকারীরা। সেই প্রতিবাদের মাঝেই ফের উত্তপ্ত দিল্লি। শনিবার গভীর রাতে জাফরাবাদ মেট্রো স্টেশনে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ শুরু করেন কয়েক'শো মহিলা। রবিবার সকাল থেকে প্রতিবাদকারীদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে।