দিল্লি, ১৯জুন: ডান্স বাংলা ডান্স, আম বাঙালির ড্রয়িংরুমে রাত হলেই ডিভিতে চলতে থাকে এই রিয়্যালিটি শো। খুদের একেবারে বড়দের মতো করে নাচে। এই দেখে দর্শকদের খুশি ধরে না, বিচারকরা মুহুর্মুহু চমকে ওঠেন। সবমিলিয়ে হাততালি আর বাহবা কুড়িয়ে গর্বিত বোধ করেন প্রতিযোগী প্রতিযোগিনীর বাবা-মায়েরা। কিন্তু তাঁরা কি কখনও ভেবে দেখেছেন, তন্বী যুবতীর শরীরী বিভঙ্গ ফুটিয়ে তুলছে তাঁর নাবালিকা কন্যা। কেন কী কারণে তাকে এমনটা করতে হচ্ছে, সে জানে না। নিজের অজান্তেই অশালীন অঙ্গভঙ্গি করে ফেলছে খুদে ডান্সার। সেকারণেই এমন রিয়্যালিটি শো-তে নিষেধাজ্ঞা জারি করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক (The information and broadcasting ministry)। আরও পড়ুন- বাড়ল অটোভাড়া, দিল্লিতে এখন অটোয় উঠলেই দিতে হবে ২৫ টাকা
বিভিন্ন বেসরকারি চ্যানেলের শো-এ ছোটদের নাচের ঝলক (dance-based reality shows) টিআরপি বৃদ্ধির অন্যতম উপাদান। এমতাবস্থায় মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পরামর্শ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সেখানে সমস্ত বেসরকারি চ্যানেলগুলিকে অনুরোধ করা হয়েছে, অশালীন, ইঙ্গিতময়, এবং বয়সের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়, এমন বিষয় ছোটদের রিয়্যালিটি শো থেকে এড়িয়ে চললে ভাল।এই রিয়্যালিটি শো-র মঞ্চে বিভিন্ন জনপ্রিয় সিনেমার গানের দৃশ্য হুবহু অনুকরণ করে ছোটরা। সেই বিষয়ে মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের নাচ অনেক ক্ষেত্রেই যৌন ইঙ্গিতপূর্ণ। যা ছোটদের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব ফেলে। তাই বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলিকে ১৯৯৫ সালের কেবল টেলিভিশন নেটওয়র্কস (রেগুলেশন) আইন মেনে চলার পরামর্শ দিয়েছে মন্ত্রক।
কিন্তু অশালীনতার মাপকাঠি কী, প্রশ্ন তুলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। কেরিয়ারের শুরুতে একাধিক রিয়্যালিটি শো পরিচালনা করেছেন তিনি। ছোটদের নাচের অনুষ্ঠানও পরিচালনা করেছেন। রাজ বললেন, ‘‘আমরা তো বরাবরই সতর্ক থাকতাম, যাতে কিছু কুরুচিপূর্ণ মনে না হয়। ছোটরা তো নিজেদের নাচের দৃশ্য সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে। অতএব অভিভাবকেরাই ঠিক করুন না, তাঁদের সন্তানেরা কী করবে।’’ এদিকে ছোটদের এক জনপ্রিয় রিয়েলিটি শোয়ের অন্যতম বিচারক তথা অভিনেতা অঙ্কুশরাজ চক্রবর্তীর সমর্থনে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘‘আমি মনে করি, নাচ নয়, ছোটদের অকালপক্ক হয়ে ওঠার কারণ কিন্তু অন্য। এ ধরনের অনুষ্ঠান নিয়ে বিধিনিষেধ এলে ছোটদের প্রতিভা বিকাশের পথও আটকে যাবে।’’