WBTC Special Busses for Madhyamik Exam (Photo Credit: X@airnews_kolkata)

আসন্ন মাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে পরিবহণ দপ্তর বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC) পরীক্ষার দিন গুলিতে দুটো শিফটে বেশি পরিমাণ বাস পরিষেবা দেওয়ার জন্য সমস্ত ডিপো ম্যানেজারকে নির্দেশ দিয়েছে। সকাল সাড়ে ৬ টা থেকে ১০ টা এবং দুপুর দুটো থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই বিশেষ বাস পরিষেবা দিতে বলা হয়েছে নির্দেশিকায়। বাসের সামনে " EXAMINATION SPECIAL" লেখা বোর্ড লাগানো এবং নর্মাল Fare Table অনুসারে ভাড়া নেওয়া হবে বলে ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।এদিকে, পরীক্ষার দিন গুলিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাও (SBSTC) অতিরিক্ত বাস চালাবে। এর পাশাপাশি বাসের ফ্রিকোয়েন্সিও (Bus Frequency) বাড়ানো হবে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC)-ও পরীক্ষার দিনগুলিতে অতিরিক্ত বাস পরিষেবা দেবে।

৩০ জানুয়ারি সকাল ১১ টা থেকে বিকেল ৫ টার মধ্যে স্কুলগুলি থেকে বিতরণ করা হয়েছে অ্যাডমিট কার্ড। আর সেই দিনেই নজিরবিহীন ভাবে মাধ্যমিক পরীক্ষার প্রার্থীদের নিতে হয়েছে ১৪ দফা শপথ। এর আগে, সোশ্যাল মিডিয়া এবং পরীক্ষার প্রশ্নপত্রের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়েছিল।কিন্তু  এবার এটি সরাসরি শিক্ষার্থীদের পরীক্ষার আগে তাদের নিজস্ব স্কুলে এই শপথ নিতে হয়েছে।  শপথের মধ্যে রয়েছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনও ইলেকট্রনিক ডিভাইস না নিয়ে যাওয়া এবং জালিয়াতির জন্য অন্যায় উপায় ব্যবহার না করার মতো বিষয়গুলি।কিছু লোক মনে করেন যে শিক্ষার্থীরা যদি তাদের অ্যাডমিট সংগ্রহের সময় না হয়ে পরীক্ষার দিন শপথ গ্রহণ করত, তবে তারা এই নিয়মগুলির গুরুত্ব আরও ভালভাবে বুঝতে পারত।