Srabanti Chatterjee Jeetu Kamal: জিতু কমল ( Jeetu Kamal) আর শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় (Srabanti Chatterjee )। টলিউডে সফল দুই অভিনেতা। একজন সাফল্যে অপরাজিত, অন্যজন বক্স অফিস কখনও 'চ্যাম্পিয়ন', তো কখনও 'ওয়ান্টেড'। দুজনেরই পর্দার বাইরের জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বিস্তর। দুজনেই বিবাহ বিচ্ছেদের পর যে যার কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু সেলেবদের জীবনই হল, কাজ যত বাড়ে, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা ততই উর্ধ্বগামী হয়। জিতু আর শ্রাবন্তী। সেই দুই বিচ্ছেদের চরিত্রকে নিয়ে টলি পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। গুঞ্জনের সঙ্গে গুজবের ফারাক করার আগেই জিতু কমল সোশ্যাল মিডিয়ায় জল্পনা উস্কে দেওয়ার মত পোস্ট করলেন। এদিন ফেসবুক পোস্টে জিতু কমল তাঁর সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন,"রান্না হয়ে গিয়েছে। এবার আমরা ডাক্তারের পরামর্শ নিতে এসেছি।" সেই ছবিতে এক ব্যক্তিকেও দেখা যাচ্ছে, যাকে দেখে ডাক্তার মনে হচ্ছে।
জিতুর শ্রাবন্তী
শ্রাবন্তী (ব্যক্তিগত জীবন), রান্না (সংসার), ডাক্তার (সুখবর)...নেটিজেনদের চেনা আগ্রহের Keyword-গুলো মিলে যাওয়ায় জিতু কমলের এই পোস্ট দাবানলের গতিতে ভাইরাল হচ্ছে। ফেসবুকে এই পোস্টকে শেয়ার করে এক ইউজার লিখলেন, "তাহলে ঠিকই শুনেছি, নবনীতার সঙ্গে জিতু-র ডিভোর্সের কারণ শ্রাবন্তী।" আরেক ইউজার লিখলেন, "শ্রাবন্তী চতুর্থ সম্পর্ক জিতু।"তবে অনেকে আবার এটাকে শুধুই দুই সহকর্মীর মধ্যে ঠাট্টা বলে উড়িয়ে দিয়েছেন। আরও পড়ুন-ভোজপুরি অভিনেত্রী মোনালিসার ছবি দেখে হৃদস্পন্দন বাড়ছে ভক্তদের!
জিতু কমলের সেই পোস্ট
জিতুর কথা
প্রসঙ্গত, ২০২৩ সালে বিবাহ বিচ্ছেদ হয় জিতু ও নবনীতার। সেই সময় জল্পনা চলেছিল, জিতুর জীবনে নতুন কোনও সম্পর্কের কারণেই নবনীতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। যদিও জিতু এসব কিছুই অস্বীকার করেন। ২০২২ সালে রিলিজ হওয়া অনীক দত্তের 'অপরাজিত'জিতুর কেরিয়ারকে একেবারে সাফল্যের চূড়ায় নিয়ে যায়। ছোট পর্দা থেকে শুরু করে টলিউডের প্রথম সারির নায়কের তালিকায় জায়গা করে নেওয়া জিতু-র ব্যক্তিগত জীবন নিয়ে এখন ভক্তদের মনে প্রশ্ন অনেক।
শ্রাবন্তীর কথা
অন্যদিকে, ২০২১ সালে রোশন সিংয়ের ডিভোর্সের পর শ্রাবন্তী নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তৃতীয় ডিভোর্সের পর শ্রাবন্তীর জীবনে চতুর্থ প্রেম বা পরিণয়ের কথা জানতে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তারই মাঝে জিতুর সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে শ্রাবন্তী নতুন করে কৌতূহলের মাত্রা বাড়ালেন। হয়তো কৌতূকেরও।