দিল্লি, ৭ ফেব্রুয়ারি: পাকিস্তানি (Pakistani) অনুপ্রবেশ ব্যর্থ করল সেনা বাহিনী (Indian Army)। ফেব্রুয়ারির ৪ এবং ৫ তারিখ ধরে জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় বেশ কয়েকজন পাকিস্তানি। যার মধ্যে ২-৩ জন পাক সেনা কর্মীও ছিল বলে খবর। গোপণ সূত্রে খবর পেয়ে পুঞ্চের কৃষ্ণ ঘাঁটিতে ওই অনুপ্রবেশ রুখে দেয় সেনা বাহিনী। রিপোর্টে প্রকাশ, যে ৭ জন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়, তাদের মধ্যে প্রত্যেককে গুলিতে খতম করা হয়েছে বলে খবর। আল-বাদার নামে যে জঙ্গি সংগঠচন রয়েছে, তাদের সদস্যদের সঙ্গে কয়েকজন পাক সেনা কর্মীও ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালালে, সেনা জওয়ানরা তাদের খতম করে।
গোপণ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, লস্কর, জইশের মত একাধিক জঙ্গি সংগঠনের মাথারা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে। ভারতে অনুপ্রবেশ কিংবা হামলা, একাধিক ছক কষে ফলপ্রসূ করতেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রয়েছে জঙ্গি সংগঠনের নেতা। ফলে সেনা বাহিনী অত্যবন্ত সতর্কতার সঙ্গে কাজ শুরু করেছে দেশকে সুরক্ষিত রাখতে।