![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/train-representational-image.jpg?width=380&height=214)
চেন্নাই, ৭ ফেব্রুয়ারি: অন্তঃসত্ত্বা মহিলাকে (Pregnant Woman) ট্রেন (Train) থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হল। ধর্ষণে (Rape) বাধা দেওয়ায় ওই মহিলাকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। বৃহস্পতিবার তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়াম্বাটোরে এমনই একটি ভয়াবহ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে ধর্ষণে বাধা দেওয়ায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কোয়েম্বাটোর-তিরুপতি এক্সপ্রেসে যাওয়ার সময় রেবতী নামে বছর ৩৬-এর এক মহিলাকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কোয়েম্বাটোর-তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেসের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
ওই মহিলা তিরুপতি-কোয়ম্বাটোর ইন্টারসিটি এক্সপ্রেসের মহিলা কামরায় ওঠেন। সেখানে আরও ৭ মহিলা ছিলেন। জোলাপেত্তাই স্টেশনে অন্য মহিলারা নেমে যান। ফলে সেখানে একাই ছিলেন ওই মহিলা। এরপর হেমারাজ নামে এক ব্যক্তি মহিলা কামরায় উঠে রেবতীর পাশে গিয়ে বসে। এরপর হেমরাজ নামে ওই ব্যক্তি রেবতীকে ধর্ষণের চেষ্টা চালায়। লাথি দিয়ে রেবতী হেমরাজকে থামালে, ভয়াবহ ঘটনা ঘটে যায়। হেমরাজ আক্রোশে রেবতীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। চিৎকার শুনতেই রেললাইনের উপর লোকজন হাজির হয়। সঙ্গে সঙ্গে রেবতী নামে ওই মহিলাকে ভোল্লোর হাসপতালে ভর্তি করা হয়। রেবতীর শরীরে রয়েছে অসংখ্য চোট।
পুলিশ ঘটনার তদন্তে নেমে রেবতীর বয়ান রেকর্ড করে। ওই মহিলার বয়ান অনুযায়ী শেষে বছর ২৭-এর হেমরাজকে পুলিশ গ্রেফতার করে।