নায়ক হিসেবে যতটা সফল সুপারস্টার দেব (Dev), ততটাও গায়ক হিসেবে পরিচিত নন। অতীতে কয়েকটি সিনেমাতে গান গেয়েছিলেন তিনি। এমনকী ২০১১-তে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের পাগলু গান গেয়ে রীতিমতো সমালোচনার সম্মুখীন হন তিনি। এরপর কেটে গিয়েছে অনেকটা বছর। তবে যে ট্রোলিং তাঁর গাওয়া গান নিয়ে হয়েছিল, তারপর থেকে কোনও অনুষ্ঠান তো বটেই, এমনকী সিনেমাতেও গান গাওয়ার সাহস দেখাননি দেব। তবে বুধবার ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) স্টুডেন্টস উইকের সমাপনী উৎযাপন অনুষ্ঠানে এসে আবার সেই গান গাওয়ার জোড়াজুড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) করায় মহাবিপাকে পড়লেন ঘাটালের সাংসদ।
পাগলু গান নিয়ে স্বীকারোক্তি
এদিনের অনুষ্ঠানে ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেন গান গাওয়ার পর দেবকে গান গাইতে বলেন মুখ্যমন্ত্রী। তারপরেই মঞ্চে মাইক নিয়ে দেব বলেন, "আমার গান গাওয়া নিয়ে একটা পুরোনো ইতিহাস রয়েছে। ২০১১-তে শহিদ দিবসের মঞ্চে ভুল করে পাগলু গানটা গেয়ে ফেলেছিলাম। তখন বুঝতে পারিনি ওই মঞ্চে ওরকম গান গাওয়া উচিত হয়নি। কিন্তু তখন আমি বলার সুযোগ পাইনি যে ওইদিন গানটি গাইতে আমি চাইনি। আসলে ওইদিন মঞ্চের সামনে অনেকে ছিলেন, তাঁরাই পাগলু গানটি ধরেছিলেন, তাঁরাই বলেছিলেন গানটি গাইতে। তবে আজ আমি গাইতে পারব না"।
গান গাইলেন দেব
দেব আরও বলেন, "আজ একটি বিশেষ দিন, সবাই ভালো গান গেয়ে জমিয়ে দিয়েছে। এরমাঝে আমি গাইব না"। এরপর ইন্দ্রনীল সেন তাঁকে বলেন, কে তুমি নন্দিনী গানটি গাইতে। সেই অনুরোধ কোনওমতে পাস কাটিয়ে যেতে চাইলেও মুখ্যমন্ত্রী, ইন্দ্রনীল, ব্রাত্যরা ফের অনুরোধ করেন গান গাইতে। এমনকী দর্শকাসনে থাকা পড়ুয়ারা চিৎকার করে ওঠেন কিশোরী গানটি গাওয়ার জন্য। দেব বলেন, "আচ্ছা খাদানের গান গাইতে হবে? প্রথম লাইন কারোর মনে আছে? আমি ভুলে গিয়েছি, সিএম-এর সামনে সব গুলিয়ে গিয়েছে। তবে এই মুহূর্তে ও মধু গানটি মনে আছে"। এই বলে জনপ্রিয় গানটির দু'কলি গেয়ে কোনওমতে মাইক ছেড়ে বসে পড়লেন দেব।