Brahma Janen Gopon Kommoti Trailer: 'লাজ হো মে বিনিয়োগহঃ' নিয়ম ভাঙার গল্প, ব্রহ্মা জানেন গোপন কম্মটির ট্রেলার লঞ্চে উঠল নতুন হাওয়া
ব্রহ্মা জানেন গোপন কম্মোটি (Picture Credits: Instagram)

অরিত্র মুখার্জির (Aritra Mukherjee) পরিচালনায় (Direction) নতুন ছবি আসছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। ছবিতে মূল চরিত্রে রয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Actress Ritabhari Chakraborty)। পরিচালকের এটি প্রথম ছবি। নারী দিবসের (Women's Day) দিন মুক্তি পাচ্ছে এই ছবিটি। ছবির প্লট এক মহিলা পুরোহিতের গল্প। মহিলা পুরোহিত, সে আবার হয় নাকি? কয়েক বছর আগেও বিষয়টি ছিল অদ্ভুত। কিন্তু এখন তা একেবারেই নয়। ঋতাভরীকে এখানে শবরীর চরিত্রে দেখা যাবে। শবরী যে রাঁধে, চুলও বাধে। সমাজের সমস্ত কুসংস্কারের ঊর্ধ্বে এক আধুনিক নারী। তবে তিনি পোশাকে নয়, মানসিকতায় আধুনিক। শাড়ি পরা, চুলে খোঁপা বানানো আধুনিকা।

পুজো যে কোনও মেয়ের পেশা হতে পারে, তা হয়ত আজও কেউ ভাবতে পারে না, কিংবা স্বপ্নও দেখতে পারে না। সমাজ আজও মেয়েদের কত কিছুর থেকে দূরে সরিয়ে রেখেছে। আজও কত পরিবার ট্যাবু ভাঙতে পারে না। তবে শবরী পেরেছে। আসল শবরীও পেরেছে। আর সেই গল্পই দেখানো হবে এই ছবিতে। কীভাবে এক শিক্ষিকা পুরোহিতের পেশায় আসবেন তার যুদ্ধ রয়েছে এই ছবিতে। সামাজিক যুদ্ধ, যেই যুদ্ধ কোনওদিন মহিলাদের এগোতে দেয় না, তার বিরুদ্ধে লড়াই। সব মিলিয়ে নারীশক্তির নতুন জয় দেখা যাবে এই ছবিতে। অসাম্য ভেঙে সাম্য আনার লড়াই। আরও পড়ুন, মানসিক অবসাদে আত্মহত্যা বাংলা ধারবাহিক 'ময়ূরপঙ্খী'-র অভিনেত্রী সুবর্ণা যশের 

নারীদেহ শুচি নাকি অশুচি? যে নারী শরীরে এত রহস্য লুকিয়ে রয়েছে সেই নারীকে এগোতে দিতে কেন ভয় পায় এই পুরুষশাসিত সমাজ? সমাজে আজও দেখা যায় মহিলারাই মহিলাদের এগোতে দিতে বাধা দেয়। তাই তো কেরালার শবরীমালা মন্দিরে ঢুকতে এত বেগ পেতে হয়। মার খেতে হয় ভগবানের চরণ স্পর্শ করতে। এই নিয়ম আজও কেন? সাহস করে এগিয়ে আসার একটা দিক তুলে ধরবে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় ছবিটি তৈরি করা হয়েছে। ছবিতে ঋতাভরীর বিপরীতে রয়েছেন সোহম মজুমদার।