গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) হুমকি নিয়ে মুখ খুললেন সলমন খান (Salman Khan)। বুধবার সাংবাদিকদের সামনে হাজির হন সলমন। আর সেখানেই লরেন্স বিষ্ণোইয়ের হুমকি নিয়ে মুখ খোলেন তিনি। সলমন বলেন, তিনি সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন। কত দিন, কত বছর তিনি বাঁচবেন, তার সমস্ত কিছু তিনি  ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন বলে জানান বলিউড ভাইজান। প্রসঙ্গত ১৯৯৮ সালে 'হম সাথ সাথ হ্যায়'-এর শ্যুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ শিকার করেন সলমন খান। যা নিয়ে বিষ্ণোই সম্প্রদায়ের মানুষের প্রবল আক্রোশের মুখে পড়েন অভিনেতা। ১৯৯৮ সালের ঘটনার পর থেকে এখনও পর্যন্ত সলমনকে হুমকি অব্যাহত বিষ্ণোই গ্যাংয়ের। শুধু তাই নয়, গত বছর সলমন খানের ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনি লক্ষ্য করে গুলিও চালানো হয়। ওই ঘটনার পর থেকে সলমন খানের নিরাপত্তা আরও কড়া করা হয় মুম্বই পুলিশের তরফে। এবারের ঈদে মুক্তি পাবে সলমন খান, রশ্মিকা মন্দানার ছবি সিকান্দর। ওই ছবির প্রমোশনে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হত্যা করার হুমকি নিয়ে মুখ খোলেন বলিউড ভাইজান।

দেখুন সাংবাদিকদের সামনে সলমন খান...

 

 

View this post on Instagram

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)