মুম্বই, ২০ নভেম্বরঃ সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে লেখালেখি করতে দেখা গিয়েছে বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)। নিজের কোন ভাবনাচিন্তা নিয়ে সে রাখঢাক করতে পছন্দ করে না। যা মনে আসে তাই স্পষ্ট ভাষায় লিখে ফেলতেন সোশ্যাল মিডিয়ায়। যার জেরে বারংবার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। তবে নিজের টুইটার অ্যাকাউন্ট পুনরায় ফিরে পেতে একেবারে মরিয়ে কঙ্গনা। রাহুলের হাতে হাত দিয়ে ভারত জড়ো যাত্রায় হাঁটলেন রেশমি দেশাই
গত বছর রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্য করার জন্যে নায়িকার টুইটার অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। একই ভাবে গত বছর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের (Donald Trump) টুইটার অ্যাকাউন্টও ব্যান করা হয়েছিল প্ররোচনা মূলক পোস্টের কারনে। তবে টুইটারের মালিকানা এলন মাস্কের হাতে আসার পর তিনি ট্রামের টুইটার নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। আর তার পর থেকেই কঙ্গনার (Kangana Ranaut) অনুরাগীরা দাবি তুলছেন, নায়িকার টুইটার অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে। তবে কেবল নায়িকার অনুরাগীরাই নয়, টুইটারের মালিকানা পরিবর্তন হয়ে এলন মাস্কের (Elon Musk) হাতে আসার পর থেকেই কঙ্গনা নিজের টুইটার অ্যাকাউন্ট ফেরত পাওয়ার জন্যে অপেক্ষায় দিন গুনছেন।
Is @elonmusk ignoring India?? We also want @kanganaTeam back on twitter.make it possible @elonmusk .#KanganaRanaut𓃵
BRING BACK KANGANA ON TWITTER pic.twitter.com/R9GX2Dpzxr
— β𝐚𝐝𝐚𝐥 (@Crazybadall) November 20, 2022