অখিলেশের কথায়, মহাকুম্ভে মানুষ হাজির হন পূণ্য করতে। অথচ পূণ্য করতে হাজির হয়ে, প্রিয়জনের শব নিয়ে অনেককে ফিরতে হয়েছে বলেও যোগী সরকারের বিরুদ্ধে অখিলেশ যাদবকে তোপ দাগতে দেখা যায়। এমনকী মানুষের মৃতদেহ যখন মাটিতে পড়ে রয়েছে, সরকার তখন অন্য পূণ্যার্থীদের উপর আকাশে উড়ন্ত হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করে বলেও কটাক্ষ অখিলেশের।
...